ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্তমানে খালিস্থানিদের দাপট বেড়েছে কানাডায় (Canada)। আর একের পর এক ভারত বিরোধী কার্যকলাপের খবর আসছে, যা মূলত খালিস্থানি সংগঠনের মাধ্যমে চালানো হয়েছে বলে অভিযোগ। এর মাঝে একধিক বার কানাডায় হিন্দু ভক্তদের উপর হামলা হয়েছে খালিস্থানি সমর্থকদের মাধ্যমে। সেই উত্তেজনা এখনো জারি রয়েছে।
নতুন ভিডিয়ো (Canada)
এরই মধ্যেই একটি নতুন ভিডিয়ো সামনে এসেছে যা গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। এই ভিডিয়োতে একজন খালিস্থানি সমর্থককে বলতে শোনা যায় বিস্ফোরক মন্তব্য। ওই ভাইরাল ভিডিয়োতে একজন খালিস্থানি সমর্থক কানাডিয়ানদের (Canada) বলছেন, “গো ব্যাক টু ইউরোপ”। কানাডার জনগণকে ইউরোপে ফিরে যেতে বলছেন কানাডায় নিজেরাই বিদেশ থেকে আসা এক খালিস্থানি সমর্থক। এই ঘটনায় বেশ উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্ব জুড়ে।
খালিস্তানিদের প্রতি নরম ট্রুডো (Canada)
কানাডার (Canada) বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) খালিস্থানিদের প্রতি বেশ খানিকটা নরম মনভাব দেখিয়ে থাকেন। আর সামনেই রয়েছে কানাডায় নির্বাচন। যে নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে আবারও দিতে হবে অগ্নিপরিক্ষা। কেননা, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা বেশ অনেকটাই কমে গেছে। আর এই জন্য জাস্টিন ট্রুডো খালিস্থানি ভোট ব্যাংক নিজের কাছে টানতে বার বার খালিস্থানিদের প্রতি শিথিল মনোভাব রেখে চলছেন।
আরও পড়ুন: New Zealand Parliament: সংসদে তুমুল উত্তেজনা! মুলতুবি অধিবেশন
এটাই কারন
এই কারনেই কানাডার মাটিতে দাঁড়িয়েই কানাডিয়ানদের কানাডা (Canada) ছেড়ে ইউরোপে যাওয়ার কথা বলতে পারছেন খালিস্থানিরা। যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে এক খালিস্থানি সমর্থক বলছেন, ”আমরা কানাডার মালিক”। সেই খালিস্থানি সমর্থককে শ্বেতাঙ্গদের “হানাদার” বলে ডাকতে শোনা যাচ্ছে। যে ভিডিয়োটি ব্যাপক ভাবে শেয়ার করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে, একটি জনসমাবেশে থাকা জনগণের হাতে খালিস্থানি পতাকা রয়েছে। একজন ব্যক্তি ওই মন্তব্যটি চিৎকার করে বলছেন।
মূল ঘটনা
জানা যাচ্ছে, এই ভিডিয়োটি গুরুনানক জয়ন্তীর একটি “নগর কীর্তন” থেকে নেওয়া হয়েছে। সেই “নগর কীর্তন” থেকে লোকটি চিৎকার করে বলল, “এটি আমাদের দেশ, আমরা কানাডার মালিক, আমরা গর্বিত কানাডিয়ান। খালিস্তান, এটা আমাদের দেশ। আপনি ইউরোপ থেকে এসেছেন। ইউরোপে ফিরে যান, ইংল্যান্ডে ফিরে যান। আপনি কানাডিয়ান নন, আপনি আক্রমণকারী, আমরা স্থানীয় ভারতীয়”। এই দুই মিনিটের ভিডিয়োটির শেষের দিকে লোকটিকে চিৎকার করতে শোনা যায়, “ফিরে যাও, সাইমন, ফিরে যাও,”। এই স্লোগানটি যা সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামের সময় ব্যবহৃত হয়েছিল।
ব্রাম্পটনের ঘটনা
কানাডার ব্রাম্পটনের একটি মন্দিরে একদল খালিস্তানি চরমপন্থী হিন্দু ভক্তদের একটি দলকে আক্রমণ করার কয়েকদিন পর এই ঘটনাটি ঘটেছে। এটিকে আন্তর্জাতিক মহল ব্যাপকভাবে নিন্দার করেছে। ভারত কানাডিয়ান কর্তৃপক্ষের কাছ থেকে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে। হামলার নিন্দা জানাতে কানাডায় অসংখ্য বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: Sri Lanka Election: প্রত্যাশিত জয়! শ্রীলঙ্কার মসনদে বাম নেতা দিসানায়েকে
নয়াদিল্লির অভিযোগ
নয়াদিল্লি বারবার কানাডায় খালিস্তানি সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে যারা পঞ্জাব থেকে আলাদা শিখ রাষ্ট্র, খালিস্তানের পক্ষে ওকালতি করে ভারতের সার্বভৌমত্বকে হুমকি দেয়। কানাডা এদিকে ভারতকে কানাডার মাটিতে খালিস্তানি সমর্থকদের টার্গেট করার জন্য অভিযোগ করছে। এমনকি কানাডায় একজন খালিস্তানি চরমপন্থীকে হত্যার ঘটনায় ভারতীয় কূটনীতিকবিদদের হাত থাকার দাবী করেছে। এই পারস্পরিক অভিযোগগুলি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে তলানিতে টেনে এনেছে।