ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ এ আসছে সিদ্ধার্থ (Sidharth Malhorta) ও কিয়ারার (Kiara Advani) সংসারে নতুন সদস্য। খুব শীঘ্রই তাঁরা দুই থেকে তিন হবেন। তার আগেই কিয়ারার জীবনে বড় মাইলস্টোন। বলা ভালো, নতুন ইতিহাস গড়লেন কিয়ারা (Kiara Advani)। সোনালী ও কালো রঙের পোশাক, সাথে বেবি বাম্প। যেন লাবণ্য উপচে পড়ছিল কিয়ারার মুখে। মেট গালায় অভিষেক হল কিয়ারা আদবানির।
মেট গালায় আয়োজিত ফ্যাশন শো (Kiara Advani)
নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে আয়োজিত হয়েছে, মেট গালা ফ্যাশন ইভেন্ট (Kiara Advani)। এই শো প্রতি বছরই আয়োজিত হয়। এখানে নামি ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলরা অংশ নিয়ে থাকে। বিভিন্ন নজরকাড়া লুকে দেখতে পাওয়া যায় তাঁদের। বিভিন্ন ডিজাইনারের বানানো পোশাক পরে রেড কার্পেটে হাঁটেন। এটাই মূল আকর্ষণ। এক কথায় অপূর্ব অনুষ্ঠান।
ইভেন্টের কেন্দ্রবিন্দু শাহরুখ ও কিয়ারা (Kiara Advani)
২০২৫ সালে মেট গালা ফ্যাশন ইভেন্টের কেন্দ্রবিন্দু শাহরুখ (Shah Rukh Khan) ও কিয়ার আদবানি (Kiara Advani)। এই দিন রেড কার্পেটে নজর কাড়া লুকে দেখতে পাওয়া যায় অভিনেত্রীকে। অভিনেত্রীর পোশাক ছাড়াও তাঁর বেবি বাম্প সকলের নজরে আসে। অভিনেত্রীর মুখে দেখা যায় মা হওয়ার খুশির লাবণ্য। তিনি ২০২৩ -এ সদ্য ‘ওয়ার ২’ শুটিং শেষ করেছেন। তবে হবু মা হিসেবে এই ইভেন্ট তাঁর কাছে এক নতুন মাইলস্টোন। অপরদিকে শাহরুখও কম যাননি। কালো পোশাকে তরুণ তুর্কি সেজেছেন। পরনে কালো স্যুট, কোমরবন্ধ আর কালো সিল্কের শার্টের সঙ্গে টেলকোট। সাথে ভারী গহনা ও হাতে দোসর ছড়ি। শার্টের সামনে K লেখা লকেট, সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁর এমন রূপে ফিদা অনুরাগীরা।
আরও পড়ুন: Chitra Sen Birthday: পর্দার ‘দাপুটে শাশুড়ি’ চিত্রা সেন, কোথায় হারিয়ে গেলেন?
মেট গালার জনপ্রিয়তা
মেট গালা ফ্যাশন ইভেন্টে আরও অনেকেই অংশগ্রহণ করেন। ইভেন্টে শাহরুখ, কিয়ারা ছাড়াও ছিলেন দিলজিৎ (Diljit Dosanjh), প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং আম্বানি কন্যা ইশা আম্বানি (Isha Ambani)। মডেলদের নতুন নতুন পোশাকে ফুটে ওঠে ডিজাইনারদের প্রতিভা। বিশ্বের দরবারে এমন ইভেন্ট সচরাচর দেখা যায় না।
আরও পড়ুন: Kanchan Mullick Birthday: জন্মদিনে কাঞ্চনকে দুষ্টু বললেন শ্রীময়ী, মধ্যরাতে কী করলেন দু’জনে?
কিয়ারার পাশে সিদ্ধার্থ
২০২৫ এ এই রেট কার্পেটে বিভিন্ন মডেলরা অংশগ্রহণ করলেও কিয়ারা আদবানি (Kiara Advani) যেন এক উল্লেখ্য দৃষ্টান্ত তৈরি করেছেন। হবু মা হওয়ার কারণে স্বামী সিদ্ধার্থ (Sidharth Malhotra) তাঁকে একা ছেড়ে দেননি। তিনি অংশগ্রহণ না করলেও বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন। কিয়ারা আদবানি শুধুমাত্র সুন্দর পোশাকে না, তিনি হবু মা হয়েও রেড কার্পেটে অংশ নিয়ে সকলের চোখে আরও আকর্ষণীয় হয়ে উঠেছেন। তাঁর সুন্দর পোশাকটির ডিজাইনার হলেন গৌরব গুপ্তা (Gaurav Gupta)।