ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নেপালি ছাত্রী ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তার কথোপকথন ভাইরাল (KIIT Incident)। বুধবার, নেপালের বেশ কয়েকজন শিক্ষার্থী ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত কালিঙ্গা ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (KIIT) ক্যাম্পাসে ফেরার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেক শিক্ষার্থী ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় ছেড়ে বাড়ি ফিরে গিয়েছেন।
এমন পরিস্থিতিতে একজন নেপালি ছাত্রী ও কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার মধ্যে টেলিফোনে কথোপকথনের একটি অডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।
কী বললেন ছাত্রী? (KIIT Incident)
ফোনে ছাত্রীটি বলেন (KIIT Incident), “আপনারা আমাদের এই অবস্থা করলেন, এখন আমাদের ডাকছেনও না। নেপাল কোথায় জানেন তো? আমরা এতদূর থেকে এসেছি, আমরা কীভাবে আবার ফিরে আসব?” এরপর ছাত্রীটি বলেন, “আপনারা কী ভাবেন? আমরা কি বিশ্ববিদ্যালয়ের মাত্র পাঁচ-দশ মিনিটের দূরত্বে থাকি?”
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ছাত্রীটিকে ফেরার অনুরোধ জানালে তিনি বলেন, “আপনারা আমাকে ১০২ ডিগ্রি জ্বর নিয়ে বের করে দিয়েছিলেন। বাড়ি পৌঁছাতে এক থেকে দুই দিন সময় লাগবে।” ছাত্রীটি আরও বলেন, “আপনারা যদি সত্যিই চান যে আমরা ফিরে আসি, তাহলে আমাদের বাবা-মায়ের সঙ্গে কথা বলুন।”
নেপালি শিক্ষার্থীদের বিক্ষোভ ও বিতাড়ন (KIIT Incident)
বিশ্ববিদ্যালয়ে একজন ২০ বছর বয়সী নেপালি ছাত্রীর রহস্যজনক মৃত্যুর পরে বিক্ষোভ শুরু হয় (KIIT Incident)। সোমবার, প্রায় ১,০০০ নেপালি শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাসপেনশন নোটিশ দিয়ে অবিলম্বে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়। উল্লেখযোগ্যভাবে, রবিবার একজন নেপালি ছাত্রী, প্রকৃতি লামসালের মৃতদেহ তার হোস্টেল ঘরের ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপের পর বিশ্ববিদ্যালয়ের ক্ষমাপ্রার্থনা
এই ঘটনার পর কেন্দ্রীয় ও রাজ্য সরকারের হস্তক্ষেপে কেআইআইটি কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে নেপালি শিক্ষার্থীদের আবার ক্যাম্পাসে ফেরার অনুরোধ জানায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেপালি শিক্ষার্থীদের কাটক রেলস্টেশনে নামিয়ে দেয় বলে জানা গেছে।
একজন শিক্ষার্থী, প্রীতি, সংবাদমাধ্যমকে বলেন, “আমরা কোনও দোষ না করেও হোস্টেল ছাড়তে বাধ্য হয়েছি। নেপালের শিক্ষার্থীরা প্রকৃতির মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ ছিল। কারণ, সে আগেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তার প্রাক্তন প্রেমিকের ব্ল্যাকমেলের বিষয়ে জানিয়েছিল, কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। হতাশা থেকেই সে আত্মহত্যা করেছে।”
একজন শিক্ষার্থী গ্রেফতার
এদিকে, এক ২১ বছর বয়সী কেআইআইটি-র শিক্ষার্থীকে প্রকৃতি লামসালের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।