ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঘরের ছেলে ঘরে ফিরলেন(Kiyan Nassiri)। এক বছর পর আবারও মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে খেলতে দেখা যাবে কিয়ান নাসিরিকে। কিয়ানের সবুজ-মেরুন জার্সিতে কামব্যাকের কথা শুক্রবার সরকারিভাবে জানিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। তিন বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়ান্টে ফিরলেন কিয়ান।
এক বছরেই মোহভঙ্গ কিয়ানের (Kiyan Nassiri)
সবুজ-মেরুন জার্সিতেই উত্থান হওয়া কিয়ান ২০১৯ থেকে ২০২৩ মরশুম পর্যন্ত মোহনবাগানের হয়ে খেলেছিলেন(Kiyan Nassiri)। সম্পূর্ণ ম্যাচে খেলার সুযোগ কম পাওয়ায় গতবছর মোহনবাগান ছেড়ে চেন্নাইন এফসি-তে সই করেছিলেন ময়দানের কিংবদন্তি ফুটবলার জামশেদ নাসিরির পুত্র কিয়ান।
কিন্তু সেখানেও তাঁর পারফরমেন্স তেমন উল্লেখযোগ্য নয়। ১৫ ম্যাচে করেছিলেন মাত্র একটি অ্যাসিস্ট। বেশিরভাগ ম্যাচেই নেমেছিলেন পরিবর্ত হিসেবে। তাঁর পারফরমেন্সে খুব একটা সন্তুষ্ট ছিল না চেন্নাইন টিম ম্যানেজমেন্টও। তাই মোহনবাগানে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠেন কিয়ান। তাই এক বছরেই মোহভঙ্গ। চেন্নাইনের সঙ্গে আরও এক বছরের চুক্তি থাকলেও আবারও পুরনো ক্লাবেই ফিরলেন তিনি। জানা গিয়েছে, বিনা ট্রান্সফার ফি-তেই নতুন মরশুমে সবুজ-মেরুনে সই করলেন তিনি। আগামী মরশুমে আবারও সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামতে দেখা যাবে তরুণ এই ফুটবলারকে।
মোহনবাগান জার্সিতে সাড়া ফেলেছিলেন কিয়ান (Kiyan Nassiri)
২০১৯ সালে মোহনবাগান অনূর্ধ্ব-১৯ দলে ডাক পান কিয়ান(Kiyan Nassiri)। সেই মরশুমে প্রি-সিজন ক্যাম্পে তাঁর পারফর্ম্যান্স দেখে সিনিয়র টিমে সুযোগ দেন মোহনবাগানের তৎকালীন কোচ কিবু ভিকুনা। ২০২২ সালে সবুজ-মেরুন জার্সিতে তাঁর অভিষেক। ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি সই করেন কিয়ান। মোহনবাগান জার্সিতে শুরু থেকেই মাঠে সাড়া ফেলেছিলেন কিয়ান। ৫ বছরে সবুজ-মেরুন জার্সিতে খেলেছেন ৭০ ম্যাচ। করেছেন ৯ গোল। তারমধ্যে ২০২২ সালে পরিবর্ত ফুটবলার হিসেবে নেমে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতেও হ্যাটট্রিক করে জিতিয়ে ছিলেন তিনি। সেইসঙ্গে আইএসএল ইতিহাসে সবথেকে কম বয়সে হ্যাটট্রিক করার নজিরও গড়েন। ২০২৩-২৪ মরশুমে ডুরান্ড কাপ সহ আইএসএলে লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কিয়ান।

আরও পড়ুন: Cancel Bangladesh Tour : বিরাট-রোহিতদের বাংলাদেশ সফরও বাতিল! বড় সিদ্ধান্তের পথে বিসিসিআই
মোহনবাগান সুপার জায়ান্টে ফিরে উচ্ছ্বসিত কিয়ান (Kiyan Nassiri)
মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টে ফিরে উচ্ছ্বসিত কিয়ান(Kiyan Nassiri)। সবুজ-মেরুনের সঙ্গে নতুন চুক্তির পর কিয়ান বললেন, ‘আবার কলকাতায় ফিরে ভালো লাগছে। সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করব। এই ক্লাবেই আমার প্রথম খেলা শুরু। সেই জন্যই এই ক্লাবের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে।’

সম্প্রতি মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে বেঙ্গালুরু এফসি-তে যোগ দিয়েছেন উইঙ্গার আশিক কুরুনিয়ান। গত মরশুমে এমবিএসজি-এর আইএসএল খেতাব জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আশিক। তিনি দল ছাড়ায় একজন লেফট উইঙ্গারের দরকার ছিল মোহনবাগানের। কিয়ান দলে যোগ দেওয়ায় হোসে মোলিনার সেই সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে। আর কিয়ানের কাছেও নিজেকে প্রমাণ করার সেরা সুযোগ।