ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুটি জয় এবং দুটি পরাজয়ের মধ্য দিয়ে কেকেআরের অভিযান কিছুটা সঠিক পথে ফিরে এসেছে (KKR in IPL 2025)। এবারের আইপিএল-এ নতুন রেকর্ড বানিয়েছে কেকেআর।
তিন দলের বিরুদ্ধে ২০-র বেশি জয় পেল কেকেআর (KKR in IPL 2025)
কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনটি আলাদা দলের বিরুদ্ধে ২০টির বেশি জয় অর্জন করল (KKR in IPL 2025)। চলতি মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে ৮০ রানের বড় জয় তুলে নিয়ে তারা এই নজির গড়ে। এই জয়ের মাধ্যমে KKR সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে ২০টি করে জয় এবং পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে ২১টি জয় নিয়ে ইতিহাস তৈরি করল।
বড় রান তুলল কেকেআর (KKR in IPL 2025)
SRH অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে কেকেআরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান (KKR in IPL 2025)। শুরুতেই কুইন্টন ডি কক ও সুনীল নারিন মাত্র কয়েক রান করেই আউট হয়ে যান। ১৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে কলকাতা। কিন্তু অধিনায়ক অজিঙ্ক রাহানে (২৭ বলে ৩৮, ১টি চার ও ৪টি ছয়) এবং অঙ্কৃশ রঘুবংশী (৩২ বলে ৫০, ৫টি চার ও ২টি ছয়)-এর জোড়া ধাক্কায় কলকাতা দ্রুত ঘুরে দাঁড়ায়।
এরপর SRH কিছুটা ম্যাচে ফিরলেও ভেঙ্কটেশ আইয়ার (২৯ বলে ৬০, ৭টি চার ও ৩টি ছয়) এবং রিঙ্কু সিং (১৭ বলে অপরাজিত ৩২, ৪টি চার ও ১টি ছয়)-এর দুরন্ত পার্টনারশিপে ২০০ রান পার করে কেকেআর। পঞ্চম উইকেটে তারা ৯১ রানের পার্টনারশিপ গড়ে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়।
হায়দরাবাদের ব্যাটিং বিপর্যয়
২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে SRH পাওয়ারপ্লেতেই ব্যাটিং ধসের মুখে পড়ে। বৈভব অরোরা (৩/২৯) ও বরুণ চক্রবর্তী (৩/২২)-এর দুর্দান্ত বোলিংয়ের সামনে SRH শুরুতেই ম্যাচ হারিয়ে ফেলে।
কেবল হেইনরিক ক্লাসেন (২১ বলে ৩৩, ২টি চার ও ২টি ছয়) ও কামিন্ডু মেন্ডিস (২০ বলে ২৭, ১টি চার ও ২টি ছয়) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, কিন্তু লাভ হয়নি।
পয়েন্ট তালিকায় কেকেআর ৫ নম্বরে
এই জয়ের ফলে কেকেআর চলতি মরশুমে ৪ ম্যাচে ২টি জয় ও ২টি হারের পর পঞ্চম স্থানে উঠে এসেছে। অন্যদিকে, হায়দ্রাবাদ এক জয় ও তিন হারের ফলে তালিকার একেবারে শেষে রয়ে গেছে।