ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আইপিএল শুরর প্রথম ম্যাচ থেকেই খবরের শিরোনামে ইডেনের ২২ গজ। পছন্দমতো টার্নিং উইকেট পাচ্ছেন না বলে ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়কে নাম না করে কাঠগড়ায় তুলেছে কেকেআর খেলোয়াড়রা থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট (Ajinkya Rahane)। হর্ষ ভোগলে, সাইমন ডুলের মতো ক্রিকেট ধারাভাষ্যকররা কেকেআর-কে ইডেন ছাড়ার পরামর্শও দিয়েছেন। যা নিয়ে আইপিএলের শুরু থেকেই তৈরি হয়েছে হাজারো বিতর্ক।
মঙ্গলবার ইডেন লখনৌ সুপার জয়ান্টের কাছে চার রানে হেরে আবারও ইডেনের উইকেট নিয়ে এবার প্রকাশ্যে সরাসরি তোপ দাগলেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ইডেনের উইকেট নিয়ে অসন্তুষ্ট রাহানে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে জানিয়ে দিলেন- ইডেনের উইকেট নিয়ে যা বলার এবার তিনি আইপিএল কর্তৃপক্ষকেই বলবেন।
মঙ্গলবার ইডেনে কেকেআর বনাম এলএসজি ম্যাচে দুই ইনিংস মিলিয়ে উঠল ৪৭২ রান। ব্যাট করে আনন্দ পেলেও টার্নিং উইকেট না পাওয়ায় মেজাজ হারালেন নাইট অধিনায়ক। অথচ ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে রাহানে বলেন, ‘ম্যাচ শুরুর আগেই আমি বলেছিলাম ইডেনের এই উইকেট চল্লিশ ওভারই একই রকম থাকবে (Ajinkya Rahane)। উইকেটের চরিত্র একই থাকবে। সেটাই হয়েছে। এই উইকেটে আমরা ব্যাটিং উপভোগ করেছি। কিন্তু নিজেদের সেরাটা দিয়েও ম্যাচটা জিততে পারিনি আমরা।’ এত অবধি ঠিকই ছিল। কিন্তু সাংবাদিক সম্মেলনে এসে আর নিজেকে ঠিক রাখতে পারেননি রাহানে।
কেকেআর হারতেই পিচ নিয়ে ক্ষুব্ধ রাহানে (Ajinkya Rahane)
ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে রাহানেকে প্রশ্ন করা হয়েছিল, আইপিএলে কি সব দলই তাদের হোম গ্রাউন্ডের সুবিধা পায়? তার উত্তরেই রীতিমতো বিস্ফোরণ ঘটালেন রাহানে। নাইট অধিনায়ক বলেন, ‘ইডেনের উইকেট নিয়ে ইতিমধ্যেই অনেক কথা হয়েছে। আপনারা অনেক কিছু লিখেছেন। এখন আমি উইকেট নিয়ে কিছু বলতে গেলেই বড় ‘বাওয়াল’ হয়ে যাবে।” এখানেই থেমে থাকেননি রাহানে। নাম না করে ইডেনের উইকেট প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি নাইট অধিনায়ক (Ajinkya Rahane)।

তিনি বলেন, ‘ইডেনের উইকেট নিয়ে এত কথা বলা হয়েছে যে, তাতে এখানকার উইকেট প্রস্তুতকারক ইতিমধ্যেই অনেক জনপ্রিয় হয়ে গিয়েছেন। আমাদের মনে হয় এই বিষয়টা ওঁর যথেষ্ট পছন্দ হয়েছে। ঘরের মাঠের সুবিধে পাওয়া নিয়ে আপনারা যা ইচ্ছা লিখতে পারেন। উইকেট নিয়ে এবার আমার যা বলার তা আইপিএল কর্তৃপক্ষকেই বলবো। এখানে এর বেশি কিছু না বলাই ভালো।’
আরও পড়ুন: KKR Match: মার্শ-পুরানদের জন্য ইডেনের গ্যালারিতে গলা ফাটালেন মোহনবাগানের দিমি-জিমিরা
ইডেন গার্ডেন্স কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ হলেও গ্যালারিতে যেভাবে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির সমর্থক দেখা যায় তাতে কোনও সমস্যা দেখছেন না কেকেআর অধিনায়ক (Ajinkya Rahane)। এই প্রসঙ্গে রাহানে বলেন, ‘বিরাট ও ধোনিকে সমর্থন করা নিয়ে কোনও সমস্যা নেই। ওরা দু’জনেই অসাধারণ ক্রিকেটার। ক্রিকেট ভক্তরা যে ওদের জন্য গলা ফাটাতে মাঠে আসবেন এটা খুবই স্বাভাবিক। ওরা সকলের রোল মডেল। তবে আমাদের জন্য গলা ফাটাতেও প্রচুর সমর্থক মাঠে আসেন।’
কেকেআরকে চিন্তায় রেখেছে সুনীল- রাসেলের ফর্মও (Ajinkya Rahane)
পাঁচ ম্যাচ খেলে ফেললেও দুই নাইট অলরাউন্ডার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলের ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। মঙ্গলবার ইডেনে লখনৌয়ের বিরুদ্ধে ব্যাট হাতে নারিন ১৩ বলে ৩০ রান করলেও তাকে দিয়ে পুরো চার ওভার বল করাননি রাহানে। ৩ ওভারে ৩৮ রান দিয়ে উইকেট হীন থেকে যান তিনি। অপরদিকে রাসেল এই ম্যাচে উইকেট পেলেও ব্যাট হাতে এখনও পর্যন্ত ব্যর্থ ক্যারিবিয়ান বিগ হিটার। তাহলে নারিন কি পুরোপুরি ফিট নন? কবে ফর্মে ফিরবেন রাসেল? এক্ষেত্রে দুই সতীর্থেরই পাশে দাঁড়িয়েছেন রাহানে। নাইট অধিনায়ক বলেন, ‘রাসেলের ফর্মে আমরা খুব একটা চিন্তিত নই। সবাই জানে ও কতটা বিপজ্জনক ক্রিকেটার (Ajinkya Rahane)। ২৩০ এর বেশি রান তাড়া করতে গেলে সবাইকে একটু চালিয়েই খেলতে হয়। তাতে কেউ সফল হয়, কেউ হয় না।

সেক্ষেত্রে রাসেল আজ সফল হতে পারেনি। আর নারিনের ফিটনেস নিয়ে কোনও প্রশ্ন ওঠার জায়গা নেই। ও সম্পূর্ণ চোটমুক্ত। ওর বল লখনৌয়ের ব্যাটাররা ভালো খেলছিল। এই উইকেটে স্পিনারদের খেলতে কোনও অসুবিধা হয়নি। তার ওপর একদিকের বাউন্ডারি একটু ছোট ছিল। তাই নারিনকে দিয়ে পুরো ওভার করাইনি। ওর জায়গায় রাসেলকে দিয়ে বল করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। লম্বা টুর্নামেন্ট। সবে টুর্নামেন্ট শুরু হয়েছে (Ajinkya Rahane)। দু’জনে অবশ্যই নিজেদের সেরা ফর্মে ফিরবে এবং দলকে জেতাবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে। ওদের ফর্মে ফেরাটা সময়ের অপেক্ষা। তার জন্য একটু ধৈর্য ধরতেই হবে।’
আরও পড়ুন: ISL Final: জামশেদপুরকে ‘টাটা’ করে টানা তৃতীয়বার আইএসএল ফাইনালে মোহনবাগান
উইকেট নিয়ে রাহানের এই বিস্ফোরক মন্তব্য প্রসঙ্গে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি পরিষ্কার জানিয়ে দেন, ‘রাহানে যা বলেছে আমি সেই নিয়ে কিছু বলবো না। তবে একটা কথা বলতে পারি, ম্যাচ কেমন হয়েছে তা দর্শকরা দেখেছেন। দর্শকরাই বিচার করুক।’ (Ajinkya Rahane) এর আগে যখন ইডেনের উইকেট নিয়ে বিতর্ক হয়েছিল, নাইট রাইডার্স টার্নিং উইকেট চেয়েছিল তখনও সুজন মুখোপাধ্যায় নিজের অবস্থানে অনঢ় থেকে পরিস্কার জানিয়ে দিয়েছিলেন, যে যাই বলুক তিনি বিসিসিআই-এর গাইডলাইন মেনেই উইকেট তৈরি করবেন।
এবার ইডেনে ফাইনাল সহ আইপিএলে মোট ৯ ম্যাচ হবে। তারমধ্যে সবে মাত্র ৩টি ম্যাচ হয়েছে। এরমধ্যেই উইকেট নিয়ে কেকেআর বনাম সিএবি’র লড়াই যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হয়, সেটাই এখন দেখার।