ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেকেআর-লখনৌ ম্যাচ ইডেনেই রাখতে এবার আসরে নামলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচ কলকাতায় করা নিয়ে পুলিশ-প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করছেন মহারাজ। ‘প্রাইভেট সিকিউরিটি’ দিয়ে লালবাজারকে ম্যাচ (IPL Match) করার প্রস্তাব সিএবি’র।
৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্ট ম্যাচ ইডেনেই করতে এবার পুরো দমে ঝাঁপালো সিএবি। ৬ তারিখ রামনবমী উপলক্ষে শহরে বেশ কিছু অনুষ্ঠান থাকায় ম্যাচে (IPL Match) পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলে ম্যাচের দিন বা সূচি বদল করতে বলে সিএবি কে চিঠি দিয়েছিল কলকাতা পুলিশ। তারপরই গোটা বিষয়টি বিসিসিআই ও কেকেআর ম্যানেজমেন্টকে জানিয়ে দেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। গত বৃহস্পতিবার বিকালে সিএবি সূত্রে জানা যায় ৬ এপ্রিলের কেকেআর বনাম লখনৌ ম্যাচ কলকাতা থেকে সরে যাচ্ছে গুয়াহাটিতে। বিসিসিআই সেই রকমই সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র সরকারিভাবে ঘোষণার অপেক্ষা ছিল।
কেকেআর-লখনৌ ম্যাচ ইডেনে আসরে সৌরভ (IPL Match)
কিন্তু শুক্রবার বিকাল থেকেই হাওয়া ঘুরতে শুরু করে। কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট সেই জল্পনাকে আরও বাড়িয়ে দেয়। শুক্রবার বিকালে কলকাতা পুলিশের অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডেলে বলা হয়, ম্যাচ সরে যাওয়া বা সূচি পরিবর্তন নিয়ে যে খবর ছড়িয়েছে, তা বিভ্রান্তিমূলক। তারপর সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও জানান, ম্যাচ সরে যাওয়া নিয়ে বিসিসিআই এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি। তাই ম্যাচ কলকাতা থেকে অন্য শহরে চলে যাচ্ছে বলে যে খবর করা হচ্ছে, তা ঠিক নয়। ম্যাচটা (IPL Match) কলকাতাতেই করার ব্যাপারে সিএবি প্রতিমুহূর্তে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
শুক্রবার বিকালেও কলকাতার সিপি মনোজ ভার্মা-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন সিএবি সভাপতি। পুলিশের সঙ্গে প্রাইভেট সিকিউরিটি দিয়ে ম্যাচটা(IPL Match) আয়োজন করা যায় কিনা সেই প্রস্তাবও লালবাজারকে দিয়েছেন সিআইবি সভাপতি। গোটা বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানানো হয়েছে বলে জানান স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সিএবির এই প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও আলোচনা করবেন। একটা ইতিবাচক সমাধান সূত্র বেরোবে বলেই আশাবাদী সিএবি সভাপতি। তারপরই ৬ তারিখ ইডেনেই কেকেআর বনাম লখনউ ম্যাচ হওয়া নিয়ে আশার আলো দেখা দিতে শুরু করেছে।
আরও পড়ুন: KKR: ডিজে ব্র্যাভোর ‘চ্যাম্পিয়ন’ পারফরমেন্স, ‘চারতারা’ জয়ের শপথ নাইটদের
এই ম্যাচ যাতে ইডেনেই হয়, গুয়াহাটিতে চলে না যায়, তার জন্য আসরে নেমেছেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ও। জানা গিয়েছে, সৌরভ ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনের শীর্ষ আধিকারিকের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছেন। পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করে যাতে ইডেনেই কেকেআর-লখনৌ ম্যাচ (IPL Match) আয়োজন করা যায়, সে নিয়ে কথাবার্তা বলেছেন সৌরভ। কারণ এই ম্যাচকে ঘিরে কলকাতার ক্রিকেটপ্রেমীদের একটা বাড়তি আগ্রহ রয়েছে। লখনৌয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তিনি আবার মোহনবাগান সুপার জায়ান্টেরও অন্যতম কর্ণধার।
আইপিএলের সঙ্গে মোহনবাগানকে মিশিয়ে অতীতে চমক দিয়েছেন তিনি। গতবার কেকেআরের বিরুদ্ধে ইডেনে তাই সবুজ মেরুন জার্সি পরে মাঠে নেমেছিলেন লখনৌয়ের ক্রিকেটাররা। তার ওপর এবার দলের অধিনায়ক জাতীয় দলের তারকা উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ। তাই ম্যাচটা কলকাতাতে করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সিএবি। এখন দেখার সত্যিই সমস্ত আশঙ্কা কাটিয়ে শহরের ক্রিকেট ভক্তদের মুখে হাসি ফোটাতে পারি কিনা সিএবি, নাকি ম্যাচ সত্যিই চলে যাবে গুয়াহাটিতে! তবে পরিস্থিতি ইতিবাচক দিকেই এগোচ্ছে।