Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার এবার থেকে বাধ্যতামূলক করল কলকাতা পুরসভা(KMC On Signboard)। পুরসভার তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম সাইনবোর্ডে সবচেয়ে উপরের অংশে এবং বড় হরফে বাংলায় লেখা থাকতে হবে। এই নির্দেশ লঙ্ঘন করলে ট্রেড লাইসেন্স বাতিল করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ভাষাগত মর্যাদার লড়াইয়ে পুরসভা (KMC On Signboard)
সম্প্রতি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়(KMC On Signboard)। সেই প্রেক্ষিতেই তৃণমূল কংগ্রেস বাংলা ভাষার মর্যাদা রক্ষার প্রশ্নে সরব হয়েছে। রাজনৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে, কলকাতা পুরসভার প্রশাসনেও বাংলা ব্যবহারে জোর দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে এই নতুন নিয়ম জারি করা হয়েছে।
পুজোর পরে হবে পরিদর্শন(KMC On Signboard)
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (FIRHAD HAKIM) জানিয়েছেন, “পুজোর সময় ব্যবসায়ীরা ব্যস্ত থাকেন, তাই এখনই কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না(KMC On Signboard)। তবে কালীপুজোর পর শহরজুড়ে পরিদর্শন চালানো হবে। যারা নির্দেশ মানবে না, তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন : PM Modi Visit Manipur : মনিপুরে অশান্তির জেরে উদ্বাস্তু প্রবীণ ও শিশুদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী
ব্যবসায়ীদের প্রতিক্রিয়া মিশ্র
শহরের ব্যবসায়ী মহলে এই নির্দেশিকা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে (KMC On Signboard)। কেউ কেউ বলছেন, বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়া একেবারেই যৌক্তিক। অন্যদিকে, কিছু ব্যবসায়ী মনে করছেন, হঠাৎ করে এই নিয়ম কার্যকর হলে পুরনো সাইনবোর্ড বদলানো নিয়ে অর্থনৈতিক ও সময়ের চাপ তৈরি হবে।
তবে কলকাতা পুরসভার দাবি, এই উদ্যোগের লক্ষ্য কোনওভাবেই ব্যবসায়ীদের চাপে ফেলা নয়, বরং কলকাতার সাংস্কৃতিক ও ভাষাগত পরিচয়কে তুলে ধরা।
আরও পড়ুন : Ind vs Pak Asia Cup : পাহেলগাঁওয়ের পর প্রথম বার ২২ গজে মুখোমুখি ভারত-পাক!
বিজেপি কাউন্সিলরেরও সমর্থন (KMC On Signboard)
গত সপ্তাহে পুরসভার মাসিক অধিবেশনে ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বাংলা সাইনবোর্ড বাধ্যতামূলক করার পদক্ষেপকে সমর্থন করেন। তিনি আরও অনুরোধ জানান, বাংলা হরফের মাপ সংক্রান্ত নির্দেশিকাও যেন নির্দিষ্টভাবে দেওয়া হয়।
প্রশাসনে বাংলা ব্যবহারে জোর
ইতিমধ্যে পুরসভার বিল্ডিং বিভাগে প্ল্যান জমা দেওয়ার ক্ষেত্রেও বাংলা ভাষা চালু হয়েছে। মাসিক অধিবেশনে চেয়ারপার্সন মালা রায় কাউন্সিলরদের বাংলায় প্রশ্ন করতে নির্দেশ দিয়েছেন।
উৎসবের পরে শহরে আসবে নতুন চেহারা
কালীপুজোর পরে যখন শহর জুড়ে পরিদর্শন চলবে, তখন দেখা যাবে বাংলা সাইনবোর্ডের এই নতুন নিয়ম কতটা কার্যকর হয়েছে (KMC On Signboard)। এক কথায়, উৎসবের পর কলকাতার দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের চেহারায় আসতে চলেছে নতুন রূপ— যেখানে বাংলা থাকবে শীর্ষে।