ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘শাড়ি’ দুই অক্ষরের এই ছোট্ট শব্দের মধ্যে কোথাও যেন লুকিয়ে রয়েছে অদ্ভুত মাদকতা। শাড়ি মানেই সৌন্দ্যর্যের অপর নাম নারী। সেটা হাল ফ্যাশনের নায়িকা হোক কিংবা সাধারণ নারী। শাড়ি পরলে মেয়েদের যে একটু বেশিই সুন্দর লাগে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই শাড়ি যদি হয় হাল ফ্যাশনের ‘সিফন সিল্ক’! তাহলে তো আর কোনও কথাই হবে না। দেশে এখনও শেষ হয়নি উৎসবের মরশুম।
একদিকে ক্রিসমাসের আনন্দ অন্যদিকে শীতকাল। আর শীতকাল মানেই বিয়েবাড়ি, জম্পেশ সাজগোজ। আর এই হাল ফ্যাশনের ট্রেন্ডে গা ভাসিয়ে শিফন শাড়িতে আপনিও মাতাতে পারেন বিয়ে বাড়ি। আধাস্বচ্ছ শিফন শাড়িতে জমে যাবে আপনার বিয়ে বাড়ির সাজ। কিন্তু ঠিক কী ভাবে সাজলে বিয়ে বাড়িতে আপনি হয়ে উঠবেন অন্যদের থেকে আলাদা বুঝতে পারছেন না? তাহলে এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য।
বিয়ে বাড়িতে আপনি বরপক্ষ হন কিংবা কনেপক্ষ, সেটা কিন্তু বড় কথা নয়! প্রিয়জনের বিশেষ এই দিনে কোন রঙের শাড়ি পরলে আপনি হয়ে উঠবেন মোহময়ী সেটাই বড় কথা।
বিয়ের দিন যদি আপনি একটু উজ্জল রঙ বাছতে চান তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে পরে ফেলুন- লাল অথবা হটপিঙ্কের শিফন শাড়ি। পছন্দের লিস্টে রাখতে পারেন রয়্যাল ব্লু, সি-গ্রিন রঙের শাড়িও। সেইসঙ্গে ম্যাচিং গয়না। জমে যাবে আপনার বিয়ে বাড়ির সাজ।
শুধু বিয়ে নয়, পছন্দের মানুষের রিসেপশনেও যদি নিজেকে শাড়ি দিয়েই সাজাতে চান তাহলে এই দিনটাতেও বেছে নিন শিফন শাড়িই। হালকা হওয়ায় সহজেই ক্যারি করা যায়। নাচানাচিতেও নো ঝামেলা। তবে ভাবছেন রিসেপশনে কেমন টাইপের শিফন পরলে ভালো লাগবে?
আরও পড়ুন: https://tribetv.in/wedding-dress-code-for-winter-fashion/
এই দিনটার জন্য আপনি বাছতে পারেন অলিভ গ্রিনের ওপর ফ্লোরাল ডিজাইনের শিফন শাড়ি। এছাড়াও রাখতে পারেন, হোয়াইট শিফন, ল্যাভেন্ডার কালারের শিফন শাড়ি। ডার্ক কালার হোক কিংবা হালকা স্কাই ব্লু। যে কোনও রঙের শিফন শাড়িতে আপনার লুক হতে পারে একেবারে এলিগ্যান্ট। তাহলে আর দেরি কেন? পরের বিয়ে বাড়িতে সাজগোজে আপনার ফার্স্ট চয়েজ হোক ‘সিফন শাড়ি’।