ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শিবাশ্রী স্কন্দপ্রসাদ চেন্নাইয়ের একজন শিল্পী যিনি কন্নড় সঙ্গীত, ভরতনাট্যম এবং দৃশ্য শিল্পে তার অবদানের জন্য পরিচিত (Sivasri Skandaprasad)।
৬ মার্চ ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে বিয়ে (Sivasri Skandaprasad)
বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য কন্নড় সংগীতশিল্পী শিবাশ্রী স্কন্দপ্রসাদের (Sivasri Skandaprasad) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। ৬ মার্চ এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং কয়েকজন বিজেপি নেতা, অন্নামালাই, প্রতাপ সিমহা ও অমিত মালব্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর গুগল ইন্ডিয়ার অন্যতম শীর্ষ সার্চ করা ব্যক্তিত্ব হয়ে উঠেছেন শিবাশ্রী স্কন্দপ্রসাদ।
জানুয়ারির বাগদানের গুঞ্জন, তবে সম্পর্ক ছিল গোপন (Sivasri Skandaprasad)
জানুয়ারি মাসেই তাঁদের বাগদান হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছিল (Sivasri Skandaprasad)। কিন্তু বিয়ের আগ পর্যন্ত এই দম্পতি তাঁদের সম্পর্ক গোপন রেখেছিলেন।
শিবাশ্রী স্কন্দপ্রসাদ – সংগীত ও নৃত্যের জগতে এক পরিচিত নাম
শিবাশ্রী স্কন্দপ্রসাদ চেন্নাইয়ের একজন বিশিষ্ট শিল্পী। তিনি কন্নড় সংগীত, ভারতনাট্যম ও চিত্রশিল্পে বিশেষ পারদর্শী। তার জন্ম ১ আগস্ট, ১৯৯৬ সালে। তার বাবা শ্রীকাশি শ্রী জে স্কন্দপ্রসাদ, একজন খ্যাতনামা মৃদঙ্গম শিল্পী। শিবাশ্রীর পরিবার বহু প্রজন্ম ধরে নাচ ও সংগীতের সঙ্গে যুক্ত। তার ঠাকুমা শান্তি জয়রামন ছিলেন ভারতনাট্যম শিল্পীদের অন্যতম প্রধান কণ্ঠশিল্পী। তার দাদু কালাই মামণি প্রয়াত শ্রীকাশি আর জয়রামন ছিলেন এক বিশিষ্ট সংগীতজ্ঞ।
আরও পড়ুন: Ranveer Allahbadia: NCW-এর সামনে হাজির রণবীর ও অপূর্বা, ক্ষমা চাইলেও আবার তলব করা হবে
তিন বছর বয়স থেকেই ভারতনাট্যম প্রশিক্ষণ শুরু
শিবাশ্রী মাত্র তিন বছর বয়স থেকে ভারতনাট্যম প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। তিনি গুরু আচার্য চূড়ামণি শ্রীমতি রোজা কান্নান ও কালাই মামণি শ্রীমতি কৃষ্ণকুমারী নরেন্দ্রন-এর কাছে নাচ শিখেছেন। তিনি একাধিকবার একক নৃত্য পরিবেশন করেছেন। এছাড়াও, সঙ্গীত পরিচালক এ আর রহমানের ‘পোন্নিয়িন সেলভান ১’ ছবিতে একটি গান গেয়েছিলেন শিবাশ্রী স্কন্দপ্রসাদ।
ভারতীয় সংস্কৃতি পুনরুজ্জীবনের জন্য ‘আহুতি’ সংগঠনের প্রতিষ্ঠাতা
শিবাশ্রী স্কন্দপ্রসাদ একাধারে গায়িকা, নৃত্যশিল্পী এবং সংস্কৃতিচর্চার এক গুরুত্বপূর্ণ মুখ। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেকে “ভারতীয়, সংগীতশিল্পী, নৃত্যশিল্পী” বলে পরিচয় দেন। তিনি ‘আহুতি’ নামক একটি প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা, যা ভারতের ঐতিহ্যবাহী শিল্পকলাকে আধুনিক দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে। আহুতির লক্ষ্য হল ভারতীয় যুবসমাজকে তাদের সংস্কৃতির প্রতি আরও আগ্রহী করে তোলা।
আরও পড়ুন: Case Against Yo Yo: অশ্লীল গানের বিরুদ্ধে কঠোর অবস্থান নীতু চন্দ্রার, পাটনা হাইকোর্টে মামলা
প্রযুক্তি ও সংগীত – দুই ক্ষেত্রেই শিক্ষিত
শিবাশ্রী স্কন্দপ্রসাদ শুধুমাত্র সংগীত ও নৃত্যের জগতে দক্ষ নন, তিনি থাঞ্জাভুরের শাস্ত্র ইউনিভার্সিটি থেকে বায়ো-ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ভারতনাট্যমে এম.এ এবং আয়ুর্বেদিক প্রসাধনীতে ডিপ্লোমা করেছেন।
সংগীত জগতে বহু পুরস্কারে সম্মানিত
শিবাশ্রী স্কন্দপ্রসাদ কন্নড় সংগীতের প্রশিক্ষণ নিয়েছেন গুরু শ্রী এ এস মুরালির কাছে। তার অসাধারণ প্রতিভার জন্য তিনি ‘যুব সম্মান’ পুরস্কার, ‘ভজন ভূষণ’ এবং ‘ভারত কালা চূড়ামণি’ পুরস্কার পেয়েছেন। তেজস্বী সূর্যর সঙ্গে বিবাহের পর, শিবাশ্রী স্কন্দপ্রসাদের প্রতি মানুষের কৌতূহল আরও বেড়েছে। এখন দেখার, তিনি তার সংগীত ও নৃত্যের যাত্রায় নতুন কী দিক উন্মোচন করেন।