Raksha Bandhan 2023: রাখি পূর্ণিমায় ভদ্রা যোগ! প্রিয়জনের হাতে কখন বাঁধবেন রাখি জানুন

ভদ্রাকে জ্যোতিষশাস্ত্রে অশুভ ধরা হয়। অর্থাৎ যখনই ভদ্রা থাকবে তখনই নেতিবাচক প্রভাব পড়বে। ভদ্রা হল শনির বোন এবং তার স্বভাব খুবই নিষ্ঠুর।

Raksha Bandhan 2023: রাখি পূর্ণিমায় ভদ্রা যোগ! প্রিয়জনের হাতে কখন বাঁধবেন রাখি জানুন
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: আজ রাখি পূর্ণিমা (Raksha Bandhan Festivals)। দেশজুড়ে পালিত হচ্ছে সম্প্রীতির বন্ধনের উৎসব। তবে আজ রাখি পূর্ণিমা নিয়ে দ্বিমত রয়েছে নানা মহলে। শাস্ত্রমতে, আজ বুধবার রাখি পূর্ণিমায় শনির বোন ভদ্রার নজর রয়েছে। আর এই ভদ্রাযোগে রাখি পরানো মঙ্গল নয় বলেই মনে করছেন শাস্ত্র বিশেষজ্ঞরা। জানা গিয়েছে,  এবার রাখি বন্ধনের তারিখ নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। প্রকৃতপক্ষে, ৩০ তারিখে ভদ্রা কালের কারণে, ৩০ না ৩১ অগাস্ট কবে রাখি বন্ধন পালিত হবে তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। কারণ, ভদ্রার সময়কাল ৩০ তারিখ রাত ৯ টা অবধি থাকবে। 

শাস্ত্র বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৩০ অগাস্ট বুধবার। পূর্ণিমায় পালিত হবে রক্ষা বন্ধনের উৎসব। পূর্ণিমা তিথি ৩০ অগাস্ট সকাল ১০ টা ৪৮ মিনিট থেকে শুরু হয়ে ৩১ অগাস্ট সকাল ৭ টা ০৬ মিনিট পর্যন্ত থাকবে। তবে, ৩০ অগাস্ট ভদ্রা কাল রাত ৯টায় শেষ হবে। ভদ্রা কাল সময়ে রাখি বাঁধা শুভ বলে মনে করা হয় না। তবে ভদ্রা পুচ্ছে রাখি বাঁধতে পারেন। তাই ৩০ অগাস্ট সন্ধ্যা ০৫ টা ৩১ মিনিট থেকে ০৬ টা ৩১ মিনিট পর্যন্ত রাখি বাঁধা যেতে পারে। এরপর রাত ৯টা থেকে ৩১ তারিখ সকাল ৭টা পর্যন্ত রাখি বাঁধতে পারবেন। 

জ্যোতিষ শাস্ত্র অনুসারে ভদ্রা কাল সময়ে কোনও শুভ কাজ করা উচিত নয়। কারণ, ভদ্রাকে জ্যোতিষশাস্ত্রে অশুভ ধরা হয়। অর্থাৎ যখনই ভদ্রা থাকবে তখনই নেতিবাচক প্রভাব পড়বে। ভদ্রা হল শনির বোন এবং তার স্বভাব খুবই নিষ্ঠুর। ভদ্রা ছায়া ও সূর্যদেবের কন্যা। রূপ দেখে সূর্যদেব তার বিয়ে নিয়ে খুব চিন্তিত থাকতেন। ভদ্রা কোনও শুভ কাজ হতে দেন না। কোনও যজ্ঞও নয়। এমতাবস্থায় সূর্যদেব ব্রহ্মার কাছে গেলেন এবং তাঁকে পথ দেখাতে বললেন। তখন ব্রহ্মা ভদ্রাকে বললেন, তোমার সময়ে কেউ কোনও শুভ কাজ করলে তুমি তাতে বাধা দিতে পার, কিন্তু যখন কেউ তোমাকে সম্মান করে এবং তোমার সময়ের পরে কোনও শুভ কাজ করবে, তুমি তাতে কোনও প্রকার বাধা দেবে না। কথিত আছে, এই কারনেই শাস্ত্রমতে ভদ্রাকে শুভ বলে মনে করা হয় না। তবে পণ্ডিতরা বলছেন, ভদ্রাযোগের পর অর্থাৎ বুধবার রাত ৯টা ৫ মিনিটের পর থেকে পরদিন সকাল অর্থাৎ বৃহস্পতিবার (৩১ অগাস্ট) সকাল ৭টা ০৫ মিনিটের মধ্যে আপনি আপনার প্রিয়জনকে রাখি পরাতেই পারেন।