ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজকাল (Beard Tips) রাস্তাঘাটে, সোশ্যাল মিডিয়ায়, বিজ্ঞাপনে যেদিকেই তাকানো যায়, পুরুষদের দাড়ি রাখা যেন এক অলিখিত ট্রেন্ড হয়ে উঠেছে। বিরাট কোহলি থেকে রণবীর কাপুর, ভিকি কৌশল বা আরিয়ানের মতো তরুণ তারকারাও দাড়িকে তাঁদের ব্যক্তিত্বের অঙ্গ করে তুলেছেন। কিন্তু এই দাড়ির স্টাইলিং, যত্ন, পরিচর্যার চল নতুন নয়। বহু আগেই, কোনও ট্রেন্ড ছাড়াই, নিজের দাড়ির মাধ্যমেই একটা স্বতন্ত্র রুচিবোধ এবং স্টেটমেন্ট তৈরি করেছিলেন এক বাঙালি—তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
অতুলনীয় সৌন্দর্য ও ব্যক্তিত্বের ছাপ (Beard Tips)
রবিঠাকুরের লম্বা সাদা দাড়ি, ধবধবে পোশাক (Beard Tips) এবং গম্ভীর অভিব্যক্তি—সব মিলে এক অতুলনীয় সৌন্দর্য ও ব্যক্তিত্বের ছাপ ফেলেছিল বিশ্বজুড়ে। কে বলবে, এই সাজগোজ ছিল শুধুই সাহিত্যিক বা দার্শনিক ভাবনার প্রতীক? বরং, একান্ত যত্নে গড়ে তোলা সৌন্দর্যেরও বহিঃপ্রকাশ ছিল তা।
বাহারি পোশাকে নয়, পরিশীলিত রুচিতে বিশ্বাস (Beard Tips)
রবীন্দ্রনাথ নিজের পোশাক নিয়ে ছিলেন অত্যন্ত (Beard Tips) সচেতন। চোখে পড়ার মতো বাহারি সাজ তাঁর একেবারেই অপছন্দ ছিল। বরং ছিমছাম, একরঙা এবং পরিপাটি পোশাকেই স্বচ্ছন্দ ছিলেন তিনি। ঠাকুরবাড়ির অন্দরমহলের অনেকেই বলেন, রবিঠাকুর তাঁর রূপচর্চা নিয়ে কোনও আপস করতেন না। বাজারের প্রসাধনীতে নয়, বরং ঘরোয়া উপাদান দিয়েই তাঁর রোজকার রূপটান হতো।
দাড়ি প্রসঙ্গে কবির ‘না’
জানা যায়, মুম্বইয়ের এক মহিলা অনুরাগী কবিকে চিঠি লিখে দাড়ি না রাখার অনুরোধ জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, “তোমাকে দাড়ি মানাবে না।” কিন্তু রবিঠাকুর সে কথা মানেননি। নিজের রুচি ও পছন্দকে গুরুত্ব দিয়ে তিনি দাড়ি রেখেছিলেন সাধ করেই, এবং তার যত্ন নিতেন যত্নের সঙ্গে।

নিজস্ব রূপচর্চার কৌশল
রবীন্দ্রনাথ তাঁর দাড়ি এবং চুল ঝলমলে রাখতে ব্যবহার করতেন সরষে বাটা। সঙ্গে দিতেন ডাল বাটার সংমিশ্রণ, যা ত্বককেও রাখত কোমল ও দীপ্তিময়। ধোয়ার সময় রিঠা ব্যবহার করতেন, যা ছিল একেবারে প্রাকৃতিক ক্লিনজার। গরম হোক বা শীত, এই নিয়ম থেকে একচুলও নড়তেন না তিনি।
আরও পড়ুন: Travel Tips: বিমান সফরে ল্যাপটপ নিয়ে যাচ্ছেন? জানুন কীভাবে সুরক্ষিত রাখবেন?
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কেবল কবি, সুরস্রষ্টা বা চিন্তাবিদ নন, তিনি ছিলেন এক অসাধারণ জীবনশিল্পী। তাঁর দাড়ি ছিল শুধু ফ্যাশন নয়, তাঁর আত্মপ্রকাশের মাধ্যম। আজকের যুগে যখন ফ্যাশন যেন ট্রেন্ডের দাস, তখন রবিঠাকুর প্রমাণ করে গিয়েছেন আসল স্টাইল ট্রেন্ড নয়, আত্মপরিচয়ের প্রকাশ। তাই বলা যায়, ফ্যাশন আসে যায়, কিন্তু রুচি থেকে যায় চিরকাল।