ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হিন্দুধর্ম অনুসারে অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya 2025) অত্যন্ত শুভ ও পবিত্র একটি দিন। যে কোনও শুভ কাজ করার জন্য এই দিনটি উপযুক্ত। মনে করা হয়, এই দিনে যে কাজ করবেন, তার অক্ষয় ফল লাভ করা সম্ভব। এই তিথিকে স্বয়ংসিদ্ধা মুহূর্তও বলা হয়। অক্ষয় তৃতীয়ায় গঙ্গাস্নান, দরিদ্রসেবা, লক্ষ্মীর আরাধনা ও সোনা-রুপো কেনার প্রচলন আছে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। তবে এই বছরের পুজো নিয়ে রয়েছে ধন্ধ। ২৯ না ৩০ এপ্রিল, জানুন এই বছর কবে পালিত হবে অক্ষয় তৃতীয়া এবং কী ভাবে করবেন অক্ষয় তৃতীয়ার পুজো।
অক্ষয় তৃতীয়ার শুভ সময় (Akshaya Tritiya 2025)
বৈশাখী শুক্লা তৃতীয়ায় পালিত হয় অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya 2025)। এই বছর অক্ষয় তৃতীয়া পড়ছে আগামী ২৯ এপ্রিল বিকেল ৫টা ৩১ মিনিটে। তৃতীয়া থাকবে ৩০ এপ্রিল দুপুর ২টো ১২ মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে ৩০ এপ্রিল পালিত হবে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত পড়েছে ৩০ এপ্রিল ২০২৫ বুধবার ভোর ৫টা ৪১ মিনিট থেকে বেলা ১২টা ১৮ মিনিট পর্যন্ত থাকবে অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত। এই সময়ের মধ্যে পুজো-অর্চনা সেরে ফেলুন। মোট ৬ ঘণ্টা ৩৭ মিনিট থাকছে অক্ষয় তৃতীয়ার শুভ সময়।
অক্ষয় তৃতীয়ার দিন কী করবেন? (Akshaya Tritiya 2025)
অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী নারায়ণের পুজো করা অত্যন্ত শুভ (Akshaya Tritiya 2025)। এ দিন চাল, ফুল ও প্রদীপ দিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করুন। পুজোর আগে গঙ্গাস্নান করুন ও স্নানের পর ভিজে গায়ে চাল, আখ, দই ও ছাতু দান করুন। এই দিন গরিবকে দান করুন অর্থ, বস্ত্র, অন্ন। এইদিন সকাল সকাল উঠে স্নান করে সূর্য প্রণাম করুন তারপর পুজোয় বসুন।

আরও পড়ুন: Akhshay Tritiya: অক্ষয় তৃতীয়ায় পালন করুন এই নিয়মগুলি, ডেকে আনুন সুখ, সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি
সোনা রুপো কেনার শুভ মুহূর্ত
অক্ষয় তৃতীয়া সোনা বা রুপো কিনলে লক্ষ্মীলাভ হয় বলে মনে করা হয়। এ দিন সোনা রুপো ঘরে আনলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব হয়। এই বছর অক্ষয় তৃতীয়ায় সোনা রুপো কেনার শুভ মুহূর্ত পড়েছে ২৯ এপ্রিল বিকেল ৫টা ৩১ মিনিট থেকে ৩০ এপ্রিল ভোর ৫টা ৪১ মিনিট পর্যন্ত। এই ১২ ঘণ্টা ১১ মিনিট সময়ের মধ্যে সোনা রুপো কিনলে লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে প্রবেশ করবেন।