ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শহরে ফের বাড়ি বিপর্যয় (Kolkata Flat Collapse)। দিনের ব্যস্ত সময়ে বাঘাযতীনে ফ্ল্যাট বিপত্তি। একটি চারতলা ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরের বড় অংশ ভেঙে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। ফ্ল্যাটের বড় অংশ ভেঙে বাড়ি হেলে গিয়েছে। ঘটনাটি ঘটেছে, বাঘাযতীন বিদ্যাসাগর কলোনির অনির্বান সংঘের পাশে একটি চারতলা ফ্ল্যাটে (Kolkata Flat Collapse)। তবে ঘটনায় মেলেনি কোনও হতাহতের খবর।
মঙ্গলবার দুপুরে দক্ষিণ কলকাতার বাঘাযতীনে হেলে পড়ল আস্ত একটি ফ্ল্যাটবাড়ি (Kolkata Flat Collapse)। তবে পুলিশ সূত্রে খবর, ওই আবাসনে আপাতত কোনও বাসিন্দা থাকছিলেন না। তাই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। সেখানে কেউ আটকে নেই। তবে কী কারণে ওই ফ্ল্যাটবাড়িটি হেলে পড়ল (Kolkata Flat Collapse), তা এখনও স্পষ্ট নয় (Kolkata Flat Collapse)। ঘটনাস্থলে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দল এবং পুরসভার আবাসন বিভাগের আধিকারিকেরা। পৌঁছেছেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার এবং স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ সদস্য মিতালি বন্দ্যোপাধ্যায়ও।
আরও পড়ুন: https://tribetv.in/again-the-tigers-fear-in-the-sundarbans-area/
আরও পড়ুন: https://tribetv.in/due-to-power-work-100-hours-local-train-cancel-news/
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটবাড়ির (Kolkata Flat Collapse) প্রতিটি তলায় দু’টি করে ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটবাড়়িটি এক দিকে হেলে যাওয়ায় গত ১৭ ডিসেম্বর থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেন প্রোমোটার। সেই কারণে কোনও বাসিন্দাই আপাতত সেখানে থাকছিলেন না। ফ্ল্যাটবাড়ি হেলে যাওয়ার খবর শুনে দৌড়ে আসেন অনেকে।