ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুরু হয়ে গেল কলকাতা জুয়েলারি অ্যান্ড জেম ফেয়ার ২০২৪। ইনফরমা মার্কেটস ইন্ডিয়ার আয়োজনে ৩ দিনের প্রিমিয়ার এক্সপো চলবে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। পূর্ব ভারতের গয়নার ঐতিহ্যকে বিশ্ববাজারে তুলে ধরতেই এই মেলার আয়োজন।
মেলায় ৬০টিরও বেশি প্রদর্শক, ২০০টিরও বেশি শীর্ষস্থানীয় ব্র্যান্ড, এবং ২,০০০টিরও বেশি অনন্য ডিজাইনের সমাহার রয়েছে। যেখানে প্রদর্শিত হচ্ছে সূক্ষ্ম গয়না, রত্নপাথর, ল্যাব-উৎপাদিত হিরে, সোনার অলঙ্কার, রুপোর কারুকাজ এবং সর্বাধুনিক গয়না প্রযুক্তি। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব ড. মনোজ পন্থ। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর শ্রীমতি বন্দনা যাদব (আইএএস), সিজিজেডব্লিউএ-র সভাপতি শ্রী অশোক বেঙ্গানি, সাওয়ানসুখা জুয়েলার্সের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সিদ্ধার্থ সাওয়ানসুখা, সিজিজেডব্লিউএ-র সাধারণ সম্পাদক শ্রী প্রমোদ দুগার। জিজিইপিসি-র পূর্বাঞ্চল চেয়ারম্যান শ্রী পঙ্কজ পারেখ। ইনফরমা মার্কেটস ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মিস্টার যোগেশ মুদ্রাস। সিনিয়র গ্রুপ ডিরেক্টর মিস পল্লবী মেহরা এবং গ্রুপ ডিরেক্টর মিস্টার পঙ্কজ শেংদে।
ইনফরমা মার্কেটস ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর যোগেশ মুদ্রাস বলেন, ”কলকাতা জুয়েলারি অ্যান্ড জেম ফেয়ার পুনরায় ফিরিয়ে আনতে পেরে আমরা গর্বিত। পূর্ব ভারতের গয়না শিল্পের সৃজনশীলতা, দক্ষতা, এবং ব্যবসায়িক সম্ভাবনাকে তুলে ধরতে এটি একটি মাইলফলক ইভেন্ট। ঐতিহ্যবাহী শিল্পকর্মের জন্য পরিচিত এই শহরে আমরা এই পুনর্মিলনকে স্বাগত জানাই, যা শিল্পের প্রবৃদ্ধি এবং সহনশীলতাকে উদযাপন করে।”
আরও পড়ুন: https://tribetv.in/tmc-win-six-of-six-seats-wb-byelection-2024/
গৌরবের উদযাপন:- কেজেজিএফ ২০২৪ শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রদর্শনী নয়। এটি এই অঞ্চলের সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্বের এক উদযাপন। প্রথম দিনটি “জুয়েলারি লেজেন্ডস অফ ইস্ট ইন্ডিয়া অ্যাওয়ার্ডস”-এর মাধ্যমে শুরু হয়, যেখানে এই শিল্পে অনন্য অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়। দ্বিতীয় দিনে থাকবে “রিটেইল এক্সপানশনে প্রবৃদ্ধির সম্ভাবনা” শীর্ষক প্রীতেশ দেসাইয়ের একটি সেশন এবং “ন্যাচারাল ডায়মন্ড ইন্ডাস্ট্রির মূল চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয়তা” বিষয়ক রাপাপোর্টের একটি বিশেষ আলোচনা।

আরও পড়ুন: https://tribetv.in/bjp-mp-writes-to-cm-to-increase-money-for-lakshmi-bhandar/
শিল্পের সামগ্রিক চিত্র ভারতের রত্ন ও গয়না বাজার। যা ২০২৩ সালে ৪৩.৭১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ছিল, তা ২০৩০ সালের মধ্যে ১৩৩.৯৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। পূর্বাঞ্চল, যার মধ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ড অন্তর্ভুক্ত, এই বাজারের ১৫% শেয়ার প্রদান করে। কলকাতা তার জটিল কারুকাজ এবং উল্লেখযোগ্যভাবে রফতানিতে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে স্বীকৃতি পেয়েছে।