Last Updated on August 28, 2025 by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: খবর সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে ফের বড়সড় (kolkata Metro) বিভ্রাট দেখা দিল কলকাতা মেট্রো পরিষেবায়। প্রায় ৪০ মিনিট পেরিয়ে যাওয়ার পরও শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত কোনও মেট্রো ঢুকল না। ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হলেন অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রতিদিনের মতো সকালবেলা মেট্রোর স্টেশনগুলিতে ছিল যাত্রীদের ভিড়, কিন্তু নির্দিষ্ট সময়ে ট্রেন না আসায় প্ল্যাটফর্ম ভরে যায় বিরক্ত ও হতাশ যাত্রীদের ভিড়ে।

যাত্রীদের ক্ষোভ (kolkata Metro)
স্টেশনে দাঁড়িয়ে থাকা বহু যাত্রী ক্ষোভ উগরে দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে। অনেকে জানিয়েছেন, শহীদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেইন লাইনে বিগত কয়েকদিন ধরেই পরিষেবা বিপর্যস্ত। আজও তার ব্যতিক্রম ঘটেনি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনও ট্রেন না আসায় তাঁরা কর্মস্থলে দেরি করবেন বলে উদ্বেগে ভুগছেন। যাত্রীদের একাংশের অভিযোগ—“কোনও ঘোষণা নেই, কোনও সঠিক তথ্য নেই, শুধু অপেক্ষা করতে হচ্ছে। অথচ ব্যস্ত সময়ে আমাদের গন্তব্যে পৌঁছনোর একমাত্র ভরসা মেট্রো।”
সমস্যার মূল (kolkata Metro)
মেট্রো সূত্রে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর বা নোয়াপাড়া হয়ে জয় হিন্দ স্টেশন পর্যন্ত রেক চালানোর সময় সিগন্যালিং ত্রুটি তৈরি হচ্ছে। সোমবারও একই করিডরে একই সমস্যার কারণে যাত্রীদের ভোগান্তি হয়েছিল। বৃহস্পতিবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। বিশেষজ্ঞদের মতে, মেট্রোর সম্প্রসারণের ফলে নতুন রুট চালুর সঙ্গে পুরনো লাইনের সামঞ্জস্য রাখতে গিয়ে বারবার এই ধরনের প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

নতুন রুট চালুর পরও বিভ্রাট (kolkata Metro)
সম্প্রতি চালু হয়েছে হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সরাসরি মেট্রো রুট। এই পরিষেবা শুরু হতেই বহু অফিসযাত্রীর মুখে হাসি ফুটেছিল। দক্ষিণ কলকাতা থেকে যারা প্রতিদিন সেক্টর ফাইভে আসেন, তাঁদের জন্য এটি ছিল বড় সুবিধা। আগে ধর্মতলা নেমে ট্রেন চেঞ্জ করে ইয়ালো লাইন ধরতে হত। নতুন রুট তাঁদের সময় বাঁচাবে বলে আশা করেছিলেন। কিন্তু ব্লু লাইনের এই বারংবার বিভ্রাটে তাঁদের সুবিধা এখন বড়সড় অসুবিধায় পরিণত হচ্ছে। ব্যস্ত সময়ে মেট্রো না চলায় অফিসযাত্রীদের অনেকে বাধ্য হচ্ছেন ট্যাক্সি, বাস বা অ্যাপ-ক্যাবের উপর নির্ভর করতে, যা একদিকে যেমন সময়সাপেক্ষ, তেমনই বাড়িয়ে দিচ্ছে খরচ।

প্রতিদিনের সমস্যা হয়ে উঠছে? (kolkata Metro)
নিত্যযাত্রীদের মতে, আগে মাঝে মাঝে মেট্রো বিভ্রাটের ঘটনা ঘটলেও এখন তা প্রায় নিয়মিত হয়ে উঠছে। এক যাত্রীর কথায়—“প্রতিদিন মেট্রোতে ওঠার আগে মনে ভয় কাজ করে, আজ ট্রেন পাব তো?” অন্য একজন যাত্রী বলেন—“হাওড়া থেকে সেক্টর ফাইভের নতুন রুট চালু হয়েছে শুনে খুশি হয়েছিলাম, কিন্তু মেইন লাইন ঠিকঠাক না চললে কোনও লাভ নেই।”
আরও পড়ুন: Language: বলা ও লেখার ভাষা গুলিয়ে ফেলছেন না তো ?
প্রশ্নের মুখে মেট্রো কর্তৃপক্ষ
ঘটনার পর অনেক যাত্রী প্রশ্ন তুলেছেন, মেট্রোর মতো গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থায় কেন বারবার একই সমস্যা তৈরি হচ্ছে? কেন সিগন্যালিং ও রেক চালনার ক্ষেত্রে আগেভাগে সঠিক পরিকল্পনা নেওয়া হচ্ছে না? বিশেষত যখন প্রতিদিন লক্ষাধিক মানুষ অফিস-আদালত বা অন্যান্য কাজে মেট্রোর উপর নির্ভর করেন।