Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর! আগামী ২৫ আগস্ট, সোমবার থেকে কলকাতার অন্যতম ব্যস্ত রুট ব্লু লাইন মেট্রো পরিষেবায় বড়সড় পরিবর্তন আনছে মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro)। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাত্রীদের সুবিধার্থে মোট ২৮৪টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এই রুটে চলাচল করে ২৬২টি ট্রেন। নতুন সূচি চালু হলে আরও ২২টি ট্রেন যোগ হবে দৈনন্দিন পরিষেবায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে চালু হয়েছে কলকাতার নতুন তিনটি মেট্রো রুট। এর মধ্যে অন্যতম হল শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড সংযোগ, যা হাওড়াকে যুক্ত করল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে। এছাড়াও দমদম থেকে নোয়াপাড়া হয়ে বিমানবন্দর পর্যন্ত নতুন মেট্রো রুটের উদ্বোধন হয়েছে। শহরের যোগাযোগ ব্যবস্থায় এটা এক নতুন গতি এনে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই আবহেই ফের মেট্রোযাত্রীদের জন্য নতুন সুখবর।
আরও পড়ুন: Vidyasagar Setu : রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু!
কতগুলো ট্রেন, কোন রুটে? (Kolkata Metro)
নতুন সূচি অনুযায়ী, প্রতিদিন ১৪২টি আপ এবং ১৪২টি ডাউন ট্রেন চলবে। অর্থাৎ, শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম যাত্রীর চাপ সামাল দিতে সমান সংখ্যক ট্রেন দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত বিশেষত অফিস টাইমে নিত্যযাত্রীদের যাতায়াতে বাড়তি স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।
সপ্তাহের কোন দিন কী রুটিন? (Kolkata Metro)
ব্যস্ত সময়ে ওই লাইনে যাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। ব্লু লাইনে দক্ষিণেশ্বর এবং শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়ার সূচিতে কোনও বদল না হলেও শেষ মেট্রোর সময় বদলাচ্ছে। ডাউন লাইনে কোনও পরিবর্তন নেই। তবে আপ লাইনের সামান্য সূচি বদলাচ্ছে। এই পরিষেবা শুধুমাত্র সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কার্যকর থাকবে। সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবারের মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন আসছে না।
প্রথম ও শেষ মেট্রোর (Kolkata Metro) সময়সূচি (অপরিবর্তিত ও সামান্য পরিবর্তিত)
প্রথম মেট্রোর সময়সূচি অপরিবর্তিত:
- সকাল ৬:৫০ – নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম
- সকাল ৬:৫৪ – শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
- সকাল ৬:৫৫ – দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম
- সকাল ৬:৫৫ – মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর
আরও পড়ুন: Durga Puja 2025 : বিপদে কুমোরটুলি, প্লাস্টিক, থার্মোকল ও চুমকি ব্যবহারে নিষেধ!
শেষ মেট্রোর সময়সূচি:
- রাত ৯:২৮ – দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (অপরিবর্তিত)
- রাত ৯:৩৪ – শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (আগে ছিল ৯:৩৩)
- রাত ৯:৪৪ – শহীদ ক্ষুদিরাম থেকে দমদম (আগে ছিল ৯:৪৩)
মেট্রো রেল কর্তৃপক্ষের মতে, এই বাড়তি ট্রেন পরিষেবা যাত্রী চাহিদা অনুযায়ী পরিকল্পিত। বিশেষ করে অফিস টাইমে যাত্রীদের চাপ অনেকটাই বেশি থাকে। নতুন ট্রেন যুক্ত হলে সেই চাপ অনেকটা হ্রাস পাবে এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন।