Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার, পশ্চিমবঙ্গের পরিবহণ ইতিহাসে (Kolkata Metro New Route) এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কলকাতার মেট্রো যোগাযোগে যুক্ত হচ্ছে নতুন তিনটি সম্প্রসারিত রুট-নোয়াপাড়া-বিমানবন্দর, শিয়ালদা-ধর্মতলা এবং রুবি মোড়-বেলেঘাটা। এই তিনটি লাইনের উদ্বোধনের মধ্য দিয়ে শহরের ১৪ কিলোমিটার নতুন রাস্তায় মেট্রো চলাচল শুরু হবে।
নতুন মেট্রো পরিষেবার সূচনা (Kolkata Metro New Route)
নতুন মেট্রো পরিষেবার সূচনা হবে যশোর রোড স্টেশন থেকে (Kolkata Metro New Route)। সেখান থেকে প্রধানমন্ত্রী মেট্রোয় সফর করে পৌঁছবেন দমদম বিমানবন্দর পর্যন্ত এবং আবার একই পথে ফিরে আসবেন। এই নতুন মেট্রো রুটের একটি উল্লেখযোগ্য দিক হল বিমানবন্দর স্টেশনের নতুন নামকরণ। একে ‘জয় হিন্দ মেট্রো স্টেশন’ নামে চিহ্নিত করা হয়েছে, যা জাতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক হয়ে উঠেছে।
ভাড়া লাগবে কত? (Kolkata Metro New Route)
- নতুন এই পরিষেবার ফলে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে সোজা যাওয়া (Kolkata Metro New Route) যাবে বিমানবন্দরে। যাত্রীদের জন্য ভাড়াও নির্ধারিত হয়েছে। হাওড়া বা শিয়ালদা থেকে বিমানবন্দর পৌঁছতে ভাড়া হবে ৫০ টাকা। বিমানবন্দর থেকে ধর্মতলা যেতে খরচ পড়বে ৪০ টাকা, আর সেক্টর ফাইভ বা করুণাময়ী যেতে লাগবে সর্বোচ্চ ৭০ টাকা। কবি সুভাষ থেকে বিমানবন্দর যাওয়ার জন্য নির্ধারিত ভাড়া ৪৫ টাকা।
- অন্যদিকে, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল ধর্মতলা-শিয়ালদা রুটেও এবার থেকে চলবে মেট্রো। এই পরিষেবা চালু হলে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পৌঁছানো যাবে মাত্র ৩০ মিনিটে। শিয়ালদা থেকে ধর্মতলা যেতে সময় লাগবে মাত্র তিন মিনিট। যাত্রীদের সুবিধার্থে, এই রুটে ৮ মিনিট অন্তর মেট্রো চলবে। পরিষেবা শুরু হবে আজ সন্ধে থেকেই, চলবে সকাল ৬:৩০ থেকে রাত ১০:১৯ পর্যন্ত।
একটি মেট্রো ধরেই সেক্টর ফাইভ থেকে সরাসরি বিমানবন্দর
রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রোর সম্প্রসারণও আজ উদ্বোধিত হবে। এতদিন নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলত, এবার তা আরও বিস্তৃত হয়ে যাবে। ভবিষ্যতে নিউ গড়িয়া-বিমানবন্দর লাইন পুরোপুরি চালু হলে একটিমাত্র মেট্রো ধরেই যাত্রীরা সল্টলেক সেক্টর ফাইভ থেকে সরাসরি বিমানবন্দর পৌঁছে যেতে পারবেন।
সোমবার থেকে নোয়াপাড়া-বিমানবন্দর এবং রুবি-বেলেঘাটা রুটে মেট্রো চলবে সকাল ৮টা থেকে ১২ ঘণ্টা পর্যন্ত। তবে শনি ও রবিবার এই দুই রুটে পরিষেবা বন্ধ থাকবে। উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী বিকেল পৌনে ৫টায় দমদম সেন্ট্রাল জেলের মাঠে উপস্থিত হবেন। সেখানে এক প্রশাসনিক সভায় একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন এবং এরপর বঙ্গ বিজেপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।