Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শহরের বুকে চলতি সপ্তাহেই যুক্ত (Kolkata Metro New Route) হচ্ছে তিনটি নতুন মেট্রো রুট। এক নজরে দেখলে সংখ্যাটি যতটা বড় মনে হয়, বাস্তবে তার প্রভাব তার চেয়েও বেশি। কারণ এবার শুধু রেলপথ নয়, বদলাতে চলেছে কলকাতাবাসীর যাতায়াতের অভ্যাস।
যানজট ছাড়াই যাতায়াত (Kolkata Metro New Route)
আগামী শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে (Kolkata Metro New Route) কলকাতা মেট্রোর তিনটি সম্প্রসারিত পরিষেবা। এর মধ্যে অন্যতম এবং সবচেয়ে আলোচিত রুটটি হল শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড। মাত্র ২.৬ কিলোমিটার হলেও এই সংযোগ চালু হয়ে গেলে শহরের দুই প্রধান রেলস্টেশন হাওড়া ও শিয়ালদহ-এর মধ্যে যাতায়াত হবে মাত্র ১২ মিনিটে, তাও যানজট ছাড়াই।
অবশেষে চালু হচ্ছে…(Kolkata Metro New Route)
সঙ্গে থাকছে আরও দুটি রুট-নোয়াপাড়া থেকে বিমানবন্দর (জয় হিন্দ স্টেশন) (Kolkata Metro New Route) এবং রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) থেকে বেলেঘাটা (মেট্রোপলিস)। সব মিলিয়ে নতুন সংযোগের দৈর্ঘ্য প্রায় ১৪ কিমি। ইস্ট-ওয়েস্ট মেট্রোর (গ্রিন লাইন) এই সম্প্রসারণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখন থেকে শিয়ালদহ স্টেশন থেকেও সরাসরি পৌঁছনো যাবে এসপ্ল্যানেড ও হাওড়া ময়দানে। পাশাপাশি হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভও হয়ে যাবে অনেকটাই সহজগম্য। দীর্ঘদিন বৌবাজার এলাকায় ধসজনিত সমস্যায় আটকে থাকা এই রুট অবশেষে চালু হচ্ছে, যার জন্য স্বস্তিতে মেট্রোরেল কর্পোরেশন।
একই টিকিটে হাওড়া ময়দান থেকে বিমানবন্দর
মেট্রো সূত্রে খবর, ইস্ট-ওয়েস্ট পরিষেবা পুরোপুরি চালু হয়ে গেলে দৈনিক যাত্রীর সংখ্যা বাড়বে কয়েকগুণ। বর্তমানে যেখানে ১ লক্ষের মতো যাত্রী ইস্ট-ওয়েস্ট রুট ব্যবহার করেন, তা বেড়ে ৭ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস। অন্যদিকে, রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত নতুন চালু হওয়া রুট এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত সম্প্রসারিত লাইন। দুই-ই শহরের দক্ষিণ ও উত্তর-পূর্ব অংশকে আরও ভালোভাবে সংযুক্ত করবে। বিশেষ করে বিমানবন্দরে পৌঁছাতে এখন আর বাস বা ট্যাক্সির উপর নির্ভর করতে হবে না। হাওড়া ময়দান থেকে বিমানবন্দর-স্মার্টকার্ডে একাধিক মেট্রো বদল করেও পৌঁছনো যাবে একই টিকিটে।
কবে থেকে চালু রুট
বর্তমানে কবি সুভাষ ও শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে ব্লু লাইন পরিষেবা সংস্কারের জন্য বন্ধ। এই অবস্থায় নতুন রুটগুলির গুরুত্ব আরও বেড়েছে। সূত্রের দাবি, শুক্রবার উদ্বোধনের পর শিয়ালদহ–এসপ্ল্যানেড রুটে হয়তো সেদিন থেকেই যাত্রী চলাচল শুরু হতে পারে। অন্য দুটি রুট চালু হতে পারে সোমবার থেকে, অর্থাৎ উদ্বোধনের ৪৮ ঘণ্টা পর।
আরও পড়ুন: Heatwave in Europe: দ্বিতীয় দফার তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, তাপমাত্রা ছুঁল ৪৬ ডিগ্রি!
কলকাতায় মেট্রোর যাত্রা শুরু হয়েছিল ১৯৮৪ সালে। চার দশকেরও বেশি সময় ধরে চলা এই সম্প্রসারণ প্রক্রিয়ায় এই সপ্তাহটি হতে চলেছে অন্যতম মাইলস্টোন। শহরের হৃদপিণ্ডে আরও এক ধাপ গভীরভাবে ঢুকে পড়তে চলেছে মেট্রো, যার সরাসরি প্রভাব পড়বে অফিসপাড়া থেকে বাজার, রেলস্টেশন থেকে বিমানবন্দর সব কিছুর উপরেই।