ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান (Howrah Maidan), গঙ্গা নদীর তলা দিয়ে চলে মেট্রো(Metro) রেল। কলকাতা মেট্রোর (Kolkata Metro) অন্যতম আকর্ষণ বলা যেতে পারে। কিন্তু এই রুটের যাত্রীদের জন্য এবার খারাপ খবর।একধাক্কায় কমে যাচ্ছে ৩৬ মেট্রো! কিন্তু কেন? সেই তথ্য জানাল মেট্রো কর্তৃপক্ষ।
শনিবার থেকেই নিয়ম কার্যকর (Kolkata Metro)
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো (Kolkata Metro) পরিষেবায় কিছু বদল আনা হচ্ছে। শনিবার থেকে হাওড়া থেকে কমছে মেট্রোর সংখ্যা। বর্তামনে সোমবার থেকে শনিবারের মধ্যে হাওড়া ময়দান থেকে ১৫০টি মেট্রো চলে। শনিবার থেকে ৩৬টি মেট্রো কমে যাচ্ছে বলে জানা যাচ্ছে।
১৪ তারিখ থেকে নতুন নিয়ম (Kolkata Metro)
কলকাতা মেট্রোর গ্রিন লাইন ২ (Kolkata Metro) অর্থাৎ হাওড়া ময়দান-এসপ্ল্যানেড (Esplanade Metro) রুটে কমতে চলেছে মেট্রো পরিষেবা ৷ ১৪ ডিসেম্বর অর্থাৎ শনিবার থেকে এই নিয়ম কার্যকর হবে ৷ তবে সোম থেকে শনি মেট্রোর সংখ্যা কমলেও রবিবার আগের মতো থাকবে পরিষেবা ৷ তবে, অফিস টাইমে ভিড়ের চাপ থাকার কারণে সোমবার থেকেই হাওড়া ময়দান – এসপ্ল্যানেড রুটে মেট্রোর সংখ্যা বাড়ানো হলো।
অপরিবর্তিত রবিরারে সূচি (Kolkata Metro)
মেট্রো সূত্রে খবর, এসপ্ল্যানেড ও শিয়ালদার মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে ৷ এই অংশের নির্মাণকারী সংস্থা হল কলকাতা (Kolkata) মেট্রো (Kolkata Metro) রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)। সম্প্রতি ওই অংশের মেট্রো পরিষেবায় বেশ কিছু রদবদল করা হয়েছিল ৷ এসপ্ল্যানেড ও শিয়ালদা স্টেশনের মধ্যে মেট্রো কাজের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে অপরিবর্তিত থাকছে রবিরারে সূচি। আগের সূচি মেনেই চলবে মেট্রো।
আরও পড়ুন: Kolkata News: আবর্জনার স্তুপে মহিলার কাটা মুন্ডু! চাঞ্চল্য গল্ফগ্রিনে
প্রথম ও শেষ মেট্রো কখন?
মেট্রো সূত্রে খবর, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পূর্বমুখী লাইনে সকাল ৬.৫৫ মিনিটে প্রথম মেট্রো। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পূর্বমুখী লাইনে সকাল ৭.১২ মিনিটে প্রথম মেট্রো চলবে। অন্যদিকে, হাওড়া ময়দান থেকে পশ্চিমমুখী লাইনে মহাকরণ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৯.০৮ মিনিটে এবং মহাকরণ থেকে হাওড়া ময়দান পর্যন্ত সকাল ৯.২০ মিনিটে ছাড়বে।
আরও পড়ুন: গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী উপলক্ষে বিশেষ উদ্যোগ গৌড়ীয় মঠের
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পূর্বমুখী লাইনে শেষ মেট্রো রাত ৯.৪৬ মিনিটে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পূর্বমুখী লাইনে শেষ মেট্রো রাত ৯.৫৮ মিনিটে। অন্যদিকে, হাওড়া ময়দান থেকে পশ্চিমমুখী লাইনে মহাকরণ পর্যন্ত শেষ মেট্রো রাত ৯.০৮ মিনিটে এবং মহাকরণ থেকে হাওড়া ময়দান পর্যন্ত রাত ৯.২০ মিনিটে ছাড়বে।