Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলকাতার (Kolkata Metro Rail) মেট্রো পরিষেবায় যুক্ত হতে চলেছে আরও তিনটি গুরুত্বপূর্ণ রুট। আগামী ২২ আগস্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য সফর ঘিরে জোরকদমে চলছে প্রস্তুতি। সূত্র মারফত জানা গিয়েছে, ওইদিনই শহরের তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন হতে পারে।
কোন তিনটি রুট? (Kolkata Metro Rail)
এই তিন রুট হল-ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ (Kolkata Metro Rail), নিউ গড়িয়া-বিমানবন্দর লাইনের রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত স্ট্রেচ এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুট।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চূড়ান্ত অনুমোদন (Kolkata Metro Rail)
রেলবোর্ডের শীর্ষকর্তা নিজে শহরে এসে পরিদর্শন করেছেন প্রতিটি প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি (Kolkata Metro Rail)। তিনি হাওড়া-শিয়ালদহ, বেলেঘাটা-রুবি, এসপ্ল্যানেড-নোয়াপাড়া এবং নোয়াপাড়া-বিমানবন্দর পর্যন্ত বিভিন্ন লাইনে মেট্রো চড়ে প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন। প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন বলেই রেল সূত্রে জানা গিয়েছে। শীঘ্রই এই রিপোর্ট পাঠানো হবে রেলমন্ত্রকে, যার ভিত্তিতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চূড়ান্ত অনুমোদন মিলতে পারে।
যাত্রীসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে!
নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের রুবি থেকে বেলেঘাটা অংশ বহুদিন ধরেই তৈরি হলেও, এতদিন তা চালু হয়নি। যদিও ইতিমধ্যেই এই রুট সিআরএস (Commissioner of Railway Safety) অনুমোদন পেয়ে গিয়েছে। এবার সেই অংশও চালু হওয়ার সম্ভাবনা প্রবল। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশে মোট ৫টি স্টেশন রয়েছে। রুবি ছাড়ার পর প্রথম স্টেশন ভিআইপি বাজার, এরপর ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি এলাকায়), এবং শেষে বেলেঘাটা। অপরদিকে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত রুটেও রয়েছে পাঁচটি স্টেশন-কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত পুরো রুটটি চালু হলে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: Basanti Chatterjee: গ্ল্যামার দুনিয়ার অন্ধকারে বাসন্তী চ্যাটার্জি! ছিলেন ভয়ঙ্কর কষ্টে
এই প্রকল্পগুলোর উদ্বোধন হলে শহরের যোগাযোগ ব্যবস্থা এক ধাপ এগিয়ে যাবে। বিশেষত পূর্ব ও দক্ষিণ কলকাতা থেকে উত্তরের দিকে যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে। তবে এখনও পর্যন্ত মেট্রোর তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সম্ভাব্য উদ্বোধনের জন্য সবদিক থেকেই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এখন শুধু অপেক্ষা প্রধানমন্ত্রীর দপ্তরের চূড়ান্ত অনুমোদনের।