ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলতি মাসের শুরুতেই শিয়ালদহ থেকে (Kolkata Metro) সল্টলেক সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা দু’দিন বন্ধ থাকবে। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৮ (শনিবার) এবং ৯ মার্চ (রবিবার) এই দুই রুটে পুরোপুরি বন্ধ থাকবে মেট্রো চলাচল। নতুন মেট্রোপথ তৈরির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পৃথক সিগন্যালিং ব্যবস্থা (Kolkata Metro)
বর্তমানে, শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডে মেট্রো (Kolkata Metro) দুটি পৃথক সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে চলাচল করে। তবে, শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে কাজ প্রায় শেষ। পরীক্ষামূলকভাবে পরিষেবা চালানো হলেও কিছু পরীক্ষার কাজ বাকি রয়েছে। তাই, এই কাজের সুবিধার্থে পুরো রুটে মেট্রো বন্ধ রাখতে হবে।
দু’দিন আংশিক বন্ধ
শুক্রবার (৭ মার্চ) এবং সোমবার (৯ মার্চ) এই দুই রুটে পরিষেবায় আংশিক (Kolkata Metro) প্রভাব থাকবে। শুক্রবার বিকেলে এবং সোমবার সকালে কিছু সময়ের জন্য মেট্রো চলাচল বন্ধ থাকবে। শুক্রবার শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে সন্ধে ৭টা ৩ মিনিটে, আর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার শেষ মেট্রো থাকবে সন্ধে ৭টায়।
আরও পড়ুন: Assault Case: গর্ভবতী নাবালিকা, দিলেন শিশুর জন্ম, সৎ বাবার কাণ্ডে হতবাক সমাজ!
বাধাগ্রস্ত কাজ
হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মাটির নীচে দুটি সুড়ঙ্গের কাজ চলছে। পূর্বমুখী সুড়ঙ্গের কাজ আগেই সম্পন্ন হয়েছে, কিন্তু পশ্চিমমুখী সুড়ঙ্গ কাটার সময় সমস্যা দেখা দেয় বৌবাজার এলাকায়। ২০১৯ সালে ধসের কারণে কাজ বন্ধ হয়ে যায়, এবং ২০২২ সালে পুনরায় কাজ চলাকালীন জল ঢুকে পড়ায় কাজ বারবার বাধাগ্রস্ত হয়েছে।

আশাবাদী কর্তৃপক্ষ
কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ আশাবাদী, খুব শীঘ্রই গোটা রুটে পরিষেবা চালু হবে। স্থানীয় যাত্রীদের জন্য মেট্রো পরিষেবার এই পরিবর্তন সম্পর্কে যথাসম্ভব সচেতনতা বৃদ্ধির জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন।