ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দোলের দিন কলকাতা মেট্রোরেল তার সময়সূচিতে (Kolkata Metro Rail) পরিবর্তন করেছে। আগামী ১৪ মার্চ, অর্থাৎ শুক্রবার, রাজ্যে দোলযাত্রা উদযাপিত হবে। তাই সেই উপলক্ষে মেট্রো পরিষেবার সূচিতে কিছু বদল আনা হয়েছে।
মেট্রো চলবে? (Kolkata Metro Rail)
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন ব্লু লাইন (Kolkata Metro Rail) (কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর), গ্রিন লাইন-১ (শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ) এবং গ্রিন লাইন-২ (হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড) এ মেট্রো চলাচল করবে।
প্রথম মেট্রো চলাচল? (Kolkata Metro Rail)
মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় প্রথম মেট্রো চলাচল শুরু হবে দুপুর আড়াইটে (Kolkata Metro Rail) নাগাদ। দক্ষিণেশ্বর, নোয়াপাড়া ও কবি সুভাষ স্টেশন থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সেই সময়ে। যদিও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন আসেনি। দোলের পরের দিন, অর্থাৎ হোলির দিনেও মেট্রো পরিষেবা কিভাবে চলবে তা এখনও স্পষ্ট হয়নি, তবে ধারণা করা হচ্ছে যে, ওই দিন পরিষেবার সূচিতে তেমন পরিবর্তন হবে না।
আরও পড়ুন: Mamata Banerjee: নাম না করেই শুভেন্দুকে নিশানা মমতার, সভাপতির পদ নিয়েই বিতর্ক?
মোট ৬০টি পরিষেবা
ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ৬০টি পরিষেবা চলবে দোলের দিন। শিয়ালদহ এবং সেক্টর ফাইভের মধ্যে মেট্রোর সূচিও বদলানো হয়েছে। ওই দিন সেক্টর ফাইভ এবং শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ৩টেতে। একইভাবে, এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দানের মধ্যেও মেট্রো চলাচল শুরু হবে দুপুর থেকেই।
শেষ মেট্রো কটায়?
গ্রিন লাইন-১ এবং গ্রিন লাইন-২-তে শেষ মেট্রোর সময়সূচিতেও পরিবর্তন হয়েছে। সেক্টর ফাইভ এবং শিয়ালদহ থেকে রাত ৮টায় শেষ মেট্রো ছাড়বে। এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকেও একই সময়ে শেষ মেট্রো চলাচল করবে।
পরিষেবা কমানো হয়েছে
এছাড়া, শুক্রবার শিয়ালদহ ও সেক্টর ফাইভের মধ্যে আপ এবং ডাউন মিলিয়ে মোট ২২টি মেট্রো পরিষেবা চলবে, যার মধ্যে ব্যবধান থাকবে আধ ঘণ্টার। এসপ্ল্যানেড ও হাওড়া ময়দানের মধ্যে পরিষেবা কমানো হয়েছে, এবং গ্রিন লাইন-২-তে ওই দিন মোট ৪২টি পরিষেবা চলবে।

কোনও মেট্রো চলবে না!
অরেঞ্জ লাইন (কবি সুভাষ ও রুবি) এবং পার্পেল লাইনে (জোকা-বিবাদি বাগ) দোলের দিন কোনও মেট্রো চলবে না। মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে, যাতে দোলের দিন লোকজন সহজে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারেন।