ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বুধবার সকাল (Kolkata Metro Rail)। ব্যস্ত জনজীবনের আর পাঁচটা দিনের মতোই শুরু হয়েছিল শহর কলকাতার। কিন্তু সকাল ৯টা ১৫ মিনিটে রবীন্দ্র সরোবর স্টেশনে ঘটে গেল এক ঘটনা, যা মুহূর্তেই বিঘ্নিত করল দক্ষিণেশ্বরগামী মেট্রো চলাচল। আচমকাই বেজে ওঠে ‘প্যাসেঞ্জার অ্যালার্ট ডিভাইস’ যা সাধারণত বিপদের সময়ে চালকের দৃষ্টি আকর্ষণের জন্য যাত্রীরা ব্যবহার করেন। এই যন্ত্রই ডেকে আনল বিভ্রাট।
কেন থামলো মেট্রো? (Kolkata Metro Rail)
ঘটনার সূত্রপাত দক্ষিণেশ্বরগামী একটি (Kolkata Metro Rail) মেট্রো রেকে। রবীন্দ্র সরোবর স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে এক কামরায়। যাত্রীরা প্রথমে বুঝতেই পারেননি, ঠিক কী ঘটছে। অনেকেই ভেবেছিলেন যান্ত্রিক ত্রুটি কিংবা কোনও টেকনিক্যাল গলদের কারণে ট্রেন থেমে গেছে। পরে জানা যায়, রেকের মধ্যে কোনও যাত্রী ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ‘ইমার্জেন্সি অ্যালার্ম’ বাজিয়ে দিয়েছেন।
দায় স্বীকার করেননি কেউ (Kolkata Metro Rail)
অ্যালার্ম শোনা মাত্র চালক ছুটে যান নির্দিষ্ট কামরায়। খোঁজ নেন, কে বাজালেন এই সতর্কতা সংকেত। কিন্তু বিস্ময়ের বিষয়, কেউই এর দায় স্বীকার করেননি। কারও কোনও সমস্যা ছিল কি না, তাও জানা যায়নি। ফলে পুরো পরিস্থিতি হয়ে পড়ে ধোঁয়াশাপূর্ণ। এই বিভ্রাটের ফলে আপ লাইনে মেট্রো চলাচল কিছু সময়ের জন্য থমকে যায়। পেছনের ট্রেনগুলি একে একে দাঁড়িয়ে পড়ে, এবং অন্যান্য স্টেশনেও ভিড় বাড়তে থাকে। কর্মব্যস্ত সকালে নিত্যযাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে বিরক্তি ও ক্ষোভ। যদিও মেট্রো কর্তৃপক্ষ পরে জানায়, সাময়িক সমস্যা হলেও দ্রুত পরিষেবা স্বাভাবিক করা হয়।
বিভ্রাটের ঘটনা নতুন নয়
প্রসঙ্গত, কলকাতা মেট্রোতে বিভ্রাটের ঘটনা নতুন কিছু নয়। মাঝে মাঝেই যান্ত্রিক ত্রুটি, সিগন্যাল সমস্যার কারণে ট্রেন দাঁড়িয়ে যায় বা দেরিতে চলে। এমনকি যাত্রীর রেল লাইনে পড়ে যাওয়ার ঘটনাও মাঝেমধ্যে ঘটেছে। তবে ‘অ্যালার্ম বিভ্রাট’-এর মতো ঘটনা সাম্প্রতিক কালে ঘটেছে বলে কেউ মনে করতে পারছেন না।
আরও পড়ুন: Earth Destroy News: চলতি বছরেই শুরু পৃথিবী ধ্বংসের ইঙ্গিত, কী জানাচ্ছে ভবিষ্য় পুরাণ?
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অপ্রয়োজনীয় অ্যালার্ম বাজানো শুধু পরিষেবা ব্যাহত করে না, বরং জরুরি পরিস্থিতিতে প্রকৃত বিপদের সময় প্রতিক্রিয়া দেরি হওয়ার আশঙ্কাও তৈরি করে। তাই অ্যালার্ম ব্যবহারে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।এমন ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন না উঠলেও, সতর্কতা ও দায়িত্বশীলতার গুরুত্ব আবারও সামনে এল। মেট্রো কর্তৃপক্ষকে ভবিষ্যতে এমন ঘটনাগুলির মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকে।