ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের শুরুতেই আবারও মেট্রো (Kolkata Metro Rail) লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। দিনের ব্যস্ত সময়ে আত্মহত্যার চেষ্টা চাঁদনি চক মেট্রো স্টেশনে। সপ্তাহের প্রথম দিনেই অফিস টাইমে ব্যহত মেট্রো পরিষেবা। ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। আংশিক চলছে মেট্রো পরিষেবা। ডাউন লাইনে ময়দান থেকে কবি সুভাষ ও আপ লাইনে গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো পরিষেবা। ঝাঁপ দেওয়া ব্যক্তিকে উদ্ধার করা গেলেও তিনি জীবিত না মৃত তা এখনও জানা যায়নি।
সূত্রের খবর, বার বার সচেতনতার বার্তা দেওয়ার পরও মেট্রোয় (Kolkata Metro Rail) আত্মহত্যার প্রবণতা কমছে না। প্রায় দিনই অফিস টাইমে মেট্রোয় আত্মহত্যার ঘটনায় তিতিবিরক্ত যাত্রীরাও। এক ঘন্টারও বেশি সময় ধরে ব্যাহত মেট্রো পরিষেবা। যার জেরে চাঁদনি চক সহ একাধিক মেট্রো স্টেশনে বাড়তে থাকে যাত্রীদের ভিড়। এদিকে বার বার মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা নিয়ে উদ্বিগ্ন মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro Rail) ।
আরও পড়ুন: https://tribetv.in/mamata-on-bsf-targets-over-illegal-intruder-in-west-ben/
আরও পড়ুন: https://tribetv.in/accused-arrested-in-dulalchandra-sarkar-murder-case/
২০২৪ এর দুর্গাপুজোর পর পরই এই চাঁদনি চকেই মেট্রো (Kolkata Metro Rail) লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক মধ্যবয়সি মহিলা। সেই ঘটনায় প্রায় ঘণ্টাখানেক ব্যাহত ছিল পরিষেবা। সপ্তাহ দুয়েক আগে শোভাবাজার মেট্রো (Kolkata Metro Rail) স্টেশনেও একই ভাবে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। তার আগে গত ১৪ অক্টোবর শোভাবাজার স্টেশনে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক জন। ওই ঘটনার জন্য ৩০ মিনিট পরিষেবা ব্যাহত হয়। গত মাসের ৮ তারিখেও মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। শোভাবাজার স্টেশনে (Kolkata Metro Rail) আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি।