Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উদ্বোধনের পর থেকেই নোয়াপাড়া–জয়হিন্দ বিমানবন্দর মেট্রোর ইয়েলো লাইন নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল(Kolkata Metro Railway)। এতদিন শুধুমাত্র কর্মদিবসে চললেও এবার সপ্তাহান্তেও চালু হতে চলেছে এই মেট্রো পরিষেবা। ফলে আরও বেশি যাত্রী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনের পর থেকে জনপ্রিয়তা (Kolkata Metro Railway)
গত ২২শে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন ইয়েলো লাইন মেট্রোর(Kolkata Metro Railway)। ২৫শে আগস্ট থেকে নিয়মিত পরিষেবা শুরু হয়। শুরু থেকেই এর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। মাত্র কয়েকদিনেই যাত্রীসংখ্যা সাত হাজার ছাড়িয়ে গিয়েছে। বিশেষত বিমানবন্দর যাতায়াতে যাত্রীদের ভরসা হয়ে উঠেছে এই নতুন রুট।
সপ্তাহান্তে নতুন সূচি(Kolkata Metro Railway)
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৩ই সেপ্টেম্বর থেকে শনিবার ও রবিবারও ট্রেন চলবে(Kolkata Metro Railway)।
- শনিবার: মোট ৪৪টি পরিষেবা (২২ আপ ও ২২ ডাউন)। সকাল ৭টা ৩৫ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত চলবে।
- রবিবার: মোট ৪০টি পরিষেবা (২০ আপ ও ২০ ডাউন)। সকাল ৮টা ৩৫ মিনিট থেকে রাত ৮টা ২২ মিনিট পর্যন্ত চলবে।
শনিবার ও রবিবার উভয় দিনেই ট্রেন চলবে ৩৫ মিনিট অন্তর।

আরও পড়ুন : Scam In Panchayat Office : পঞ্চায়েতে ৫০০ টাকায় মিলছে জন্মসার্টিফিকেট!
যাত্রীদের সুবিধার জন্য সিদ্ধান্ত(Kolkata Metro Railway)
মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের ক্রমবর্ধমান ভিড় সামলাতে (Kolkata Metro Railway) এবং আরও বেশি মানুষকে মেট্রো ব্যবহারের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহান্তে অনেকেই বিমানবন্দর বা শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। সেই কথা মাথায় রেখেই এই সূচি চালু হচ্ছে।
যাত্রীদের প্রতিক্রিয়া
শহরবাসীর অনেকের মতে, এই সিদ্ধান্তে যাতায়াত আরও সহজ হবে(Kolkata Metro Railway)। বিশেষ করে বিমানবন্দরে যাওয়া যাত্রীদের জন্য এটি বড় স্বস্তির বিষয়। তবে তাদের দাবি, ভবিষ্যতে পরিষেবার সময়সূচি আরও বিস্তৃত করা উচিত, বিশেষ করে রাতের দিকে ট্রেনের সংখ্যা বাড়ানো গেলে সুবিধা হবে।
আরও পড়ুন : Tigress Death at Alipore Zoo : মাত্র এক দিনের ব্যবধানে দুই বাঘিনীর মৃত্যু আলিপুর চিড়িয়াখানায়
ভবিষ্যতের পরিকল্পনা
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের প্রতিক্রিয়া এবং ভিড়ের পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে পরিষেবায় আরও পরিবর্তন আনা হতে পারে। পাশাপাশি নতুন মেট্রো রুট চালুর কাজও দ্রুত এগোচ্ছে।
ইয়েলো লাইন মেট্রোর সপ্তাহান্তে চালু হওয়া নিঃসন্দেহে যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর। এতে শুধু বিমানবন্দরগামী নয়, সাধারণ যাত্রীদেরও যাতায়াত আরও সহজ হবে। শহরবাসীর প্রত্যাশা, ধীরে ধীরে এই রুটে আরও পরিষেবা বাড়ানো হবে।