Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অফিস টাইমে বেহাল মেট্রো পরিষেবা। প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকলো মেট্রো (Kolkata Metro)।
মেট্রো দুর্ভোগে যাত্রীরা (Kolkata Metro)
রোজকার দুর্ভোগ যেন মেট্রো যাত্রীদেড় নিত্য সঙ্গী হয়ে গেছে। সোমবারের কর্ম ব্যস্ত দিনে মহানায়ক উত্তমকুমার এবং শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে দীর্ঘক্ষণ বন্ধ থাকে মেট্রো চলাচল। যার কারণে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় মেট্রো যাত্রীদের। ব্যস্ত সময়ে মেট্রো ধরতে এসে নাকাল হতে হলো যাত্রীদের। যার কারণে যাত্রীদের মধ্যে মেট্রো পরিষেবা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে (Kolkata Metro)।
স্টোশনে ঢোকার মুখেই মেট্রো থমকে থাকলো প্রায় এক ঘন্ট। মেট্রোর মধ্যে যাত্রীদের আটকাতে থাকতে হলো সেই সময় টুকু। কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হওয়ার পর থেকেই মেট্রোর ব্লু লাইনে দুর্ভোগ বেড়েছে নিত্যযাত্রীদের৷ নোয়াপাড়া-বিমানবন্দর পরিষেবা শুরু হওয়ার পর সেই দুর্ভোগ যেন আরও চরমে গেছে বলেই অভিযোগ যাত্রীদের (Kolkata Metro)৷ কবি নজরুল স্টেশনে শহিদ ক্ষুদিরামগামী একটি মেট্রো রেক দাঁড়িয়ে পড়ে। মেট্রো রেল সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে পরে রেকটি। যার ফলে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। ব্যাহত হয় পরিষেবা। যার ফলে ক্ষোভ বেড়েছে যাত্রীদের মনে।

আরও পড়ুন: Share Market: পেনি স্টকে বিনিয়োগ করে বড় রিটার্ন, কোটিপতি বানিয়েছে এই স্টক
প্রায় বেশিরভাগ দিনই কোনও না কোনও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের। স্কুল, কলেজ, অফিস সব জায়গায় পৌঁছতেই দেরি হওয়ার কারণে খুব স্বাভাবিক ভাবেই অসন্তোষের সৃষ্টি। মেট্রো প্রায় অনেকক্ষণ না চলার ফলে স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। অধিকাংশ স্টেশনেই ভিড়ের কারণে মেট্রোর দরজা বন্ধ হতেও বাড়তি সময় লাগে, অনেক সময়ই সেই কারণে অফিস টাইমে ভেঙে পড়তে দেখা যাচ্ছে মেট্রো পরিষেবাকে।
সামনেই পুজো আর তার আগেই বারবার মেট্রো বিভ্রাট। মেট্রোয় মাঝে মাঝেই পরিষেবা বিঘ্নিত হতে দেখা যাচ্ছে। কখনও টানেলে জল দাঁড়িয়ে থমকে যাচ্ছে মেট্রো পরিষেবা তো আবার কখনও যান্ত্রিক ত্রুটি। এমনকী মাঝে মাঝে নির্ধারিত সময়ের অনেক পড়ে পড়ে মিলছে পরিষেবা। যা নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে নিত্যযাত্রীদের মধ্যে (Kolkata Metro)।