ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরও জটিলতা বাড়ল কবি সুভাষ মেট্রো স্টেশনের(Kolkata Metro)। কবে খুলবে স্টেশন, তা নিশ্চিতভাবে বলতেই পারছে না মেট্রো কর্তৃপক্ষ। পিলারে ফাটল দেখা যাওয়ার পরই বন্ধ করে দেওয়া হয় স্টেশন। গত সোমবার থেকে বন্ধ পরিষেবা। এবার পুরো স্টেশন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করা হবে আস্ত স্টেশন। ইতিমধ্যেই ই-টেন্ডার জারি করেছে কলকাতা মেট্রো।
প্রথমে ৪টি, পরে আরও পিলারে ফাটলের সন্ধান(Kolkata Metro)
কবি সুভাষ স্টেশনে(Kolkata Metro)মোট ২১টি পিলার রয়েছে। তার মধ্যে প্রথমে ৪টিতে ফাটল ধরা পড়লেও, পরে দেখা যায় একাধিক পিলারে অল্পবিস্তর ফাটল রয়েছে। প্ল্যাটফর্ম ও স্ট্রাকচারের সামগ্রিক অবস্থাও খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুধুমাত্র মেরামত নয়—সম্পূর্ণ নতুন স্টেশনই তৈরি করা হবে।

কমপক্ষে ৯–১০ মাস, পেরোতে পারে এক বছরও(Kolkata Metro)
স্টেশন নতুন করে তৈরি করতে অন্তত ৯ থেকে ১০ মাস সময় লাগবে বলে জানানো হয়েছে। বাস্তব পরিস্থিতি বিবেচনায় এক বছরও লেগে যেতে পারে। এই দীর্ঘ সময়ের জন্য দক্ষিণ শহরতলীর বহু মানুষ মেট্রো(Kolkata Metro)পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন, ফলে এই বন্ধ পরিষেবা ব্যাপক প্রভাব ফেলছে সাধারণের উপর।
আরও পড়ুন: Kavi Subhash Metro: ফাটল ধরেছে পিলারে, অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশনে বন্ধ পরিষেবা!
৯ কোটি ৪২ লক্ষ টাকার প্রকল্প, কর্মী সংকটও বড় সমস্যা
নতুন স্টেশন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৪২ লক্ষ টাকা। তবে শুধু গঠনগত দুর্বলতা নয়, কলকাতা মেট্রোর অভ্যন্তরীণ কর্মী সংকটও বড় সমস্যা হয়ে উঠেছে। অনুমোদিত কর্মীর সংখ্যার প্রায় ৪০ শতাংশ শূন্য। ফলে রক্ষণাবেক্ষণ ও নজরদারিতে ঘাটতি থেকেই যাচ্ছে, যা বিগত এক বছরে একাধিক ঘটনার মাধ্যমে প্রমাণিত।
আরও পড়ুন: Kolkata Metro Service Dispute: ব্লু লাইনে ফের বিপর্যয়, কবি সুভাষ পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা!
বহু স্টেশনে সমস্যা, প্রশ্ন মেট্রোর পরিকাঠামো ঘিরে
এই প্রথম নয়—সম্প্রতি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে জমা জল ঢুকে পড়েছিল, চাঁদনি চক ও সেন্ট্রাল স্টেশনের মাঝখানে ঝর্ণার মতো জল পড়েছে। ঝড়ে কবি নজরুল স্টেশনের শেড উড়ে যাওয়ার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। আর এবার কবি সুভাষ, যেখানে পরিষেবা স্থগিত রেখে পুরো স্টেশনই ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে হলো মেট্রো কর্তৃপক্ষকে।