Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কসবা ল কলেজে ধর্ষণের ঘটনায় পুলিশি তদন্তে সন্তুষ্ট বলে আদালতে জানাল নির্যাতিতার পরিবার (Calcutta High Court)। রাজ্যকে চার সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। হলফনামা জমা দিতে হবে সব পক্ষকে। নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। আগামী ১৭ জুলাই মামলার পরবর্তী শুনানি।
নির্যাতিতার গোপন জবানবন্দীর সিডি আদালতে পেশ (Calcutta High Court)
কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা (Calcutta High Court)। দোষীদের করা শাস্তির পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে সিবিআই তদন্ত দাবি জানানো হয় মামলা কারীদের পক্ষ থেকে। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। বৃহস্পতিবার আদালতে নির্দেশ মতো মুখ বন্ধ খামে তদন্ত সংক্রান্ত রিপোর্ট এবং ১৬৪ ধারায় নির্যাতিতার গোপন জবানবন্দীর সিডি আদালতে পেশ করে রাজ্য তথা কসবা থানা (Calcutta High Court)।
পুলিশি তদন্তে সন্তুষ্ট নির্যাতিতার পরিবার (Calcutta High Court)
এদিন মামলার শুরুতেই আদালতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা গুলির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। পুলিশের গঠন করা সিটির নেতৃত্বে তদন্তে সন্তোষ প্রকাশ করেন নির্যাতিতার পরিবারের আইনজীবী অরিন্দম জানা। আদালতে তিনি জানান, সিটের তদন্তে আপাতত তাঁরা সন্তুষ্ট। তাই তাঁরা এখনই আদালতের নজরদারিতে বা সিবিআই তদন্ত চান না। এখনও পর্যন্ত সিট-এর বিরুদ্ধে কোনও অভিযোগ তাঁদের নেই।
তদন্তের অগ্রগতির রিপোর্ট দেখার আবেদন নির্যাতিতার পরিবারের
তবে আদালত অনুমতি দিলে তাঁরা তদন্তের অগ্রগতির রিপোর্ট দেখার আবেদন জানান আদালতে। বিচারপতি সৌমেন সেন তদন্ত সংক্রান্ত রিপোর্ট নির্যাতিতার পরিবারকে দেখানোর অনুমতি দিয়েছেন। তবে আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, পুলিশের তদন্ত সংক্রান্ত রিপোর্ট কোনোভাবেই যেন প্রকাশ্যে বা সংবাদ মাধ্যমে না আসে। তদন্তের তথ্য আদালতের হেফাজতে রাখা হবে বলেও জানান বিচারপতি সেন। এবং রাজ্যকে আগামী চার সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন।
আরও পড়ুন : Weather Updates: আকাশ এখনও মেঘলা, দক্ষিণবঙ্গে সপ্তাহজুড়ে চলবে বৃষ্টি!
আগামী ১৭ জুলাইয়ের মধ্যে আদালতে হলফনামা জমার নির্দেশ
এদিন মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে থানায় অতীতে দায়ের হওয়া অভিযোগ সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করেন কসবা থানার ওসি। পুলিশ যে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে, তাতে মোটেও সন্তুষ্ট নন অন্যতম মামলাকারী তথা আইনজীবী সৌম্য শুভ্র রায়। তার অভিযোগের ভিত্তিতেই এদিন এই রিপোর্ট আদালতে জমা দেয় পুলিশ। তবে এখনও পর্যন্ত কলেজ ও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ হলফনামা জমা দেয়নি বলে আদালতে জানান তিনি। কলেজ, বিশ্ববিদ্যালয় ও রাজ্য-সহ মামলার সমস্ত পক্ষকে আগামী ১৭ জুলাইয়ের মধ্যে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন।
আরও পড়ুন : Mamata Banerjee: বাংলায় ফিরছে কি টাটার বিনিয়োগ? নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক টাটা কর্তার
তদন্তভার সিবিআই-এর হাতে হস্তান্তরের আবেদন মামলাকারী আইনজীবীর
এদিন শুনানিতে অপর মামলাকারী আইনজীবী ফিরোজ এদুলজি আদালতে অভিযোগ করেন, অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। যাতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তাছাড়াও তদন্তে একাধিক ত্রুটি রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সেই কারণে স্বচ্ছ তদন্তের জন্য তদন্তভার সিবিআই-এর হাতে হস্তান্তরের আবেদনও জানান ফিরোজ এদুলজি। এ বিষয়ে বিচারপতি সৌমেন সেন বলেন, যদি অভিযুক্তরা মনে করেন মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তাহলে তাঁরা আইনজীবী মারফত আদালতে তা জানাতে পারবেন। এর জন্য আলাদা করে অনুমতির কোনও প্রয়োজন নেই। মামলার পরবর্তী শুনানি ১৭ জুলাই।