ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহিলার হারানো ব্যাগ উদ্ধার করে নজির গড়লেন কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata)। অটোয় ফেলে আসা মহিলার ব্যাগ উদ্ধার করলেন ট্রাফিক গার্ডের সার্জেন্ট সমর পাল। মঙ্গলবার সন্ধ্যায় টালিগঞ্জ ট্রাম ডিপো ক্রসিংয়ে এক মহিলা ভুল করে সাইড ব্যাগটি অটোতে রেখে নেমে আসেন। ব্যাগটিতে বেশকিছু টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র আছে বলে জানান মহিলা। প্রায় ২-৩ ঘণ্টা বিস্তর খোঁজাখুঁজির পর গড়িয়া অটো স্ট্যান্ড থেকে উদ্ধার হয় ব্যাগটি।
সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ টালিগঞ্জ ট্রাম ডিপো ক্রসিংয়ে কর্তব্যরত ছিলেন রিজেন্ট পার্ক ট্রাফিক গার্ডের সার্জেন্ট সমর পাল। হঠাৎ তিনি লক্ষ্য করেন একজন ভদ্রমহিলা তাঁর দিকে এগিয়ে আসছেন। চোখে মুখে স্পষ্ট উদ্বেগ এবং দুশ্চিন্তার ছাপ।
আরও পড়ুন: Kolkata: খুনের পর ট্রলিতে দেহ ভরে বারাসাত থেকে কলকাতায় ২ মহিলা
হারানো ব্যাগ উদ্ধার (Kolkata)
ভদ্রমহিলা জানান, নাকতলা থেকে একটি অটোতে উঠেছিলেন কিন্তু টালিগঞ্জ ট্রাম ডিপোতে ভুল করে তার সাইড ব্যাগটি অটোতে রেখে নেমে গেছেন (Kolkata)। ব্যাগটিতে বেশকিছু টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র আছে বলে জানান ভদ্রমহিলা এবং সার্জেন্ট পালকে অনুরোধ করেন ব্যাগটি খুঁজে দেবার জন্য।
সার্জেন্ট পাল ভদ্রমহিলাকে আশ্বস্ত করেন এবং অটোর নম্বর জানতে চান। কিন্তু ভদ্রমহিলা অটোর নম্বর দিতে পারেননি। সার্জেন্ট পাল সঙ্গে সঙ্গে বিষয়টি রিজেন্টপার্ক ট্রাফিক গার্ডের বড়বাবু, ইন্সপেক্টর মলয় রায়কে জানায় এবং বড়বাবু তৎক্ষণাৎ সার্জেন্ট সমর পাল ও সার্জেন্ট গৌরাঙ্গ মণ্ডলকে এলাকার বিভিন্ন অটো স্ট্যান্ডে এই বিষয়ে অনুসন্ধান করতে নির্দেশ দেন (Kolkata)।
আরও পড়ুন:Weather Forecast Today: দক্ষিণে বাড়ছে গরম, উত্তরে হালকা বৃষ্টি, জানুন আজকের আবহাওয়া!
প্রায় ২-৩ ঘন্টা বিস্তর খোঁজাখুঁজির পর সার্জেন্ট গৌরাঙ্গ মণ্ডল গড়িয়া অটো স্ট্যান্ডে একটি অটোর ভিতর থেকে ব্যাগটি উদ্ধার করেন (Kolkata)। এরপর টালিগঞ্জ ট্রাম ডিপো ক্রসিংয়ে ভদ্রমহিলার হাতে উদ্ধার হওয়া ব্যাগটি ফেরৎ দিলে উনি ব্যাগটি চেক করে জানান যে ব্যাগের মধ্যে থাকা টাকা ও অন্যান্য নথিপত্র অক্ষত আছে। ভদ্রমহিলা কলকাতা ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।