Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিত্যদিন নতুন নতুন পদ নিয়ে দর্শকের সামনে হাজির হন কনীনিকা ব্যানার্জি (Koneenica Banerjee)। অর্থাৎ এই মুহূর্তে তিনি জি বাংলার রান্নাঘরে সঞ্চালিকার সাথে যুক্ত রয়েছেন। এক সময় ছোট পর্দায় অভিনয় করে দর্শকের মন কেড়ে নিয়েছিলেন । তবে তিনি নাকি ধারাবাহিকে ফিরছেন বলে শোনা গিয়েছে। তাঁকে দেখা যাবে জনপ্রিয় এক অভিনেতার মায়ের চরিত্রে। কোন ধারাবাহিকে ফিরছেন কনীনিকা? কোন অভিনেতার মায়ের চরিত্রে থাকবেন তিনি ? নাকি সবটাই গুঞ্জন?
কোন ধারাবাহিকে দেখা যাবে? (Koneenica Banerjee)
টলিপাড়ার ফিসফাস বলছে, জি বাংলার (zee bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ এ অভিনয় করতে দেখা যাবে কনীনিকা ব্যানার্জিকে (Koneenica Banerjee )। ইতিমধ্যে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক দর্শকের মনে বেশ সাড়া ফেলে দিয়েছে । এই ধারাবাহিকের আর্য সিংহ রায় ও অপর্ণার কেমিস্ট্রি দর্শকের বেশ পছন্দ। আর্য সিংহ রায়ের মায়ের চরিত্রে দেখা যাবে কনীনিকা ব্যানার্জিকে (Koneenica Banerjee)। তবে তাঁর মা হওয়ার চরিত্র পুরোটাই অনুমান। এ সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি ।
ফেরার পরিকল্পনা নেই! (Koneenica Banerjee)
কনীনিকা ব্যানার্জির (Koneenica Banerjee) কথায়, এখনই সিরিয়ালে অভিনয় করার কোনও পরিকল্পনা নেই তাঁর। তিনি এখন ব্যস্ত জি বাংলার রান্নাঘরে। তাছাড়া আর্য সিংহ রায় চরিত্রের মা এর চরিত্রে তাঁকে মানাবে না, আর তিনি যে মায়ের চরিত্রে অভিনয় করছেন , এমন খবরটাও মিথ্যা। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অভিনয় করার বিষয়টা পুরো গুজব।
মায়ের চরিত্রে অন্য কেউ
বর্তমানে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আর্য সিংহ রায়ের মায়ের চরিত্রের নাম রাজলক্ষ্মী সিংহ রায়। তবে রাজলক্ষ্মী আর্য সিংহ রায়ের আসল মা নন। সম্পর্কে শাশুড়ি মা। তাই তার আসল মায়ের ভূমিকায় দেখা যেতে পারে অন্য এক চরিত্রকে। কিন্তু কনীনিকার কথা মতো, সেই মায়ের চরিত্রে তাঁকে দেখা যাবে না।
আরও পড়ুন: Swikriti Majumder: বিয়ে ভাঙছে স্বীকৃতির? ভাঙা মনে দুর্বিষহ করবেন অন্যের জীবন!
বহু ধারাবাহিকে অভিনয়
কনীনিকা ব্যানার্জিকে (Koneenica Banerjee) প্রথম দেখা যায় ‘স্বপ্ননীল’ নামের ধারাবাহিকে। তাছাড়াও তিনি অভিনয় করেছিলেন ‘এক আকাশের নিচে’, ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, ‘অন্দরমহল’ সহ বহু ধারাবাহিকে। বড়পর্দায় তাঁকে দেখা যায় মলয় ভট্টাচার্যের ‘তিন এক্কে তিন’ চলচ্চিত্রে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ এর স্পেশাল পর্বে ডান্স পার্টনার অদৃতির সাথে।
আরও পড়ুন: Kiara Advani: হাসপাতালে কিয়ারা, বাবা হচ্ছেন সিদ্ধার্থ! সুখবরের আশায় অনুরাগীরা
সবশেষে বলা যায়, এখনই অভিনেত্রী কনীনিকা ধারাবাহিকে ফিরছেন না। তাঁর ধারাবাহিকে না ফেরার খবরে একটু হলেও মন খারাপ তাঁর অনুরাগীদের। তবে নিত্যদিন তিনি যে নতুন নতুন পদ সকলের সামনে আনেন, তাতে দর্শক বেশ উপকৃত হয়, সাথে ভীষণ খুশিও হয়। আর রান্নাঘরে ‘সঞ্চালিকা’র ভূমিকায় তাঁকে দেখতে পছন্দ করেন বহু দর্শক থেকে অনুরাগীরা।