Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যেখানেই যাওয়া হোক না কেন, শরতের এই সময়ে বাড়ি ফেরার পর শরীরে জমে যায় ধুলোবালি (Korean Skin)। কারণ, এ ঋতুতে বাতাস শুষ্ক হয় এবং বাতাসে প্রচুর ধুলিকণা ও কাশফুলের রেণু ভেসে বেড়ায়। এগুলো ত্বকে জমে একধরনের আবরণ তৈরি করে, যা শুধু ময়লাই নয়, বরং ত্বকে চুলকানি, র্যাশ বা অন্যান্য সমস্যা ডেকে আনে। তার ওপর আছে সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে সানট্যানের সমস্যা। শুধু সাবান, ফেসওয়াশ বা বডিওয়াশ দিয়ে পরিষ্কার করাই যথেষ্ট নয়। ত্বককে ভেতর থেকে পরিষ্কার ও সুরক্ষিত রাখতে হবে বিশেষ যত্নে।
সময়সাপেক্ষ হলেও কার্যকর! (Korean Skin)
শুধু সাবান বা ফেসওয়াশে মুখ ধুলে বাইরের দূষণ ও সানস্ক্রিনের স্তর পুরোপুরি উঠে যায় না (Korean Skin)। এ কারণে জনপ্রিয় হয়েছে ডাবল ক্লিনজিং পদ্ধতি।
প্রথম ধাপ: তেলসমৃদ্ধ ক্লিনজার বা ক্লিনজিং মিল্ক ব্যবহার করুন। চাইলে নারকেল তেল, অলিভ অয়েল কিংবা আমন্ড অয়েলও ব্যবহার করা যায়। ৫-৭ মিনিট হালকা হাতে ম্যাসাজ করলে মেকআপ, সানস্ক্রিন ও জমে থাকা তেল বের হয়ে আসবে।
দ্বিতীয় ধাপ: কুসুম গরম পানিতে ভেজানো তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। এরপর ফোম-বেসড ফেসওয়াশ দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন।
টোনার ও ময়শ্চারাইজারের গুরুত্ব (Korean Skin)
শরতের শুষ্ক আবহাওয়ায় ত্বক দ্রুত পানি হারায়। তাই ডাবল ক্লিনজিংয়ের পর টোনার ব্যবহার করলে ত্বক সুরক্ষিত থাকে। বাজারের টোনারের বদলে গোলাপজলও ব্যবহার করা যায়। তুলোর বলে গোলাপজল মেখে মুখে বুলিয়ে নিলে ত্বক সঙ্গে সঙ্গে তরতাজা অনুভব করবে।
পরবর্তী ধাপে ময়শ্চারাইজার ব্যবহার অত্যাবশ্যক। অনেকে গরমকালে ময়শ্চারাইজার এড়িয়ে চলেন, কিন্তু এটি করলে ত্বক আরও শুষ্ক হয়ে বয়সের ছাপ তাড়াতাড়ি পড়ে। তাই ত্বক নরম ও আর্দ্র রাখতে অবশ্যই হালকা টেক্সচারের ময়শ্চারাইজার ব্যবহার করুন।
রোদে পোড়া দাগ হালকা করার উপায়
- লেবু বা কমলার রস মিশিয়ে প্যাক তৈরি করুন।
- এটি নিয়মিত ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা ফিরবে ও পিগমেন্টেশন কমবে।
- চিনি, গ্লিসারিন ও লেবুর স্ক্রাব
- এক চামচ চিনি, আধা চা চামচ গ্লিসারিন ও এক চামচ লেবুর রস মিশিয়ে স্ক্রাব তৈরি করুন।
- রোদে পোড়া অংশে ঘষে লাগিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- সপ্তাহে ২-৩ বার করলে ভালো ফল মিলবে।
- দুধ ও গোলাপজলের মিশ্রণ
- এক চা-চামচ দুধের গুঁড়োর সঙ্গে সমপরিমাণ গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করুন।
- মুখে ম্যাসাজ করে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

মুলতানি মাটি প্যাক (Korean Skin)
- মুলতানি মাটির সঙ্গে কমলার খোসা, কাঁচা হলুদবাটা ও লেবুর রস মিশিয়ে পেস্ট বানান।
- মুখে লাগিয়ে শুকিয়ে এলে ভেজা তোয়ালে দিয়ে হালকা ঘষে তুলে ফেলুন।
- এটি ত্বকের দাগ হালকা করার পাশাপাশি উজ্জ্বলতাও বাড়াবে।

আরও পড়ুন: Nutritious Veg Tikki: ডায়েটের স্বাদ বদলাতে চান? বানিয়ে ফেলুন পুষ্টিকর ভেজ টিক্কি
কেন এত যত্ন দরকার? (Korean Skin)
ত্বক হলো শরীরের সেই অংশ, যা সবার আগে চোখে পড়ে। তাই এর যত্নে অবহেলা করলে সৌন্দর্য ও ব্যক্তিত্ব দুটোই ক্ষতিগ্রস্ত হয়। একটু সময় ও পরিশ্রম দিলেই ত্বক হতে পারে সতেজ, উজ্জ্বল ও কোমল। নিয়মিত যত্নে শুধু ময়লা বা সানট্যান নয়, বরং বয়সের ছাপও অনেকটা দেরিতে পড়বে।