ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে (Krishnadas Prabhu) গ্রেফতার করেছে বাংলাদেশ কতৃপক্ষ। সোমবার বিমানবন্দরে গ্রেফতার হন তিনি। তিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জন্য একাধিক বার রাস্তায় নেমেছেন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই একাধিক বার হামলা আক্রমণ চলতে থাকে। যে ঘটনার প্রতিবাদে সামিল হয়েছিলেন কৃষ্ণদাস প্রভু।
চাপ তৈরি আর্জি (Krishnadas Prabhu)
এরই মধ্যে বাংলাদেশে কৃষ্ণদাস ব্রহ্মচারীকে (Krishnadas Prabhu) গ্রেফতার নিয়ে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করার আর্জি জানান পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, “বিখ্যাত হিন্দু নেতা শ্রী চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে অপহরণ করেছে বাংলাদেশের গোয়েন্দা শাখা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অস্তিত্ব রক্ষা এবং মর্যাদার দাবিতে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন কৃষ্ণদাস ব্রহ্মচারী।”
শুভেন্দু অধিকারীর দাবি (Krishnadas Prabhu)
তিনি আরও বলেন, “বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের আশঙ্কা, মহম্মদ ইউনুসের ‘মৌলবাদী’ শাসন যে কোনও স্তরে নামতে পারে। এমনকী প্রশাসনের কাছে কোনও আশঙ্কা থাকলে তাঁকে নির্মূলও করতে পারে। তাই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে আর্জি জানাচ্ছি, বিষয়টি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য (Krishnadas Prabhu)। বাংলাদেশ সরকার তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছিল। তিনি আগেই বলেছিলেন, যে কোনও সময় তিনি গ্রেফতার হতে পারেন। সকলকে একসঙ্গে থেকে এই আন্দোলনকে বাঁচিয়ে রাখার আবেদনও তিনি করেছিলেন।” সেই অনুমান যেন একেবারে মিলে গেল।
সুকান্ত মজুমদারের দাবি
বাংলাদেশ পুলিশ কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতার করার ঘটনা নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বিদেশমন্ত্রীকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে যা লিখেছেন তা খানিকটা এই রকম, ”কৃষ্ণদাস ব্রহ্মচারী একজন বাংলাদেশী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নেতা। যিনি সংখ্যালঘু হিন্দুদের কণ্ঠ, তাঁকে ঢাকা পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনার নিন্দা জানাই। বিদেশ মন্ত্রীকে আর্জি জানাই এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য।“
আরও পড়ুন: Shinde vs Thackeray: হেরেছেন ৫ বিদ্রোহী বিধায়ক! রাজনীতি ছাড়বেন একনাথ শিন্ডে?
এবার কী হবে?
বাংলাদেশের উপর তবে কি ভারতের তরফে কোনো কূটনৈতিক চাপ তৈরি করা হবে? আর সেই চাপে কি বাংলাদেশ মুক্তি দেবে কৃষ্ণদাস ব্রহ্মচারীকে? এই নিয়েও নানান প্রশ্ন উঠছে। কেননা ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশের কোনো পণ্য রপ্তানি না করতে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুন: Mamata Banerjee: ঝটিকা সফরে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী, হেমন্ত সোরেনের শপথগ্রহণ উপস্থিত থাকবেন মমতা!
![](https://tribetv.in/wp-content/uploads/2024/11/images-8.jpg)
সম্পর্ক ছিন্ন করার দাবি
এমনকি কৃষ্ণদাস ব্রহ্মচারীকে ছেড়ে না দিলে বাংলাদেশের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করারও ইঙ্গিত দিয়েছেন। তবে এই কূটনৈতিক চাপ কতটা প্রভাব ফেলবে তা এখনই বলা যাবে না। তবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের তরফেও আন্দোলন, মানব-বন্ধন সহ বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে।