ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ডি’ কোম্পানির নাম করে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহ সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরীকে হুমকি ফোন (Krishnendu Chowdhury Malda)। ঘটনার অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই বড়সড় সাফল্য পেল মালদহ জেলা পুলিশ। হুমকি ফোনের ঘটনায় ধৃত ১। আরও চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শাহাদাত সেখ। বাড়ি মালদহের ইংরেজবাজার থানার কমলবাড়ি নিউ যদুপুর এলাকায়।
তৃণমূল নেতাকে হুমকি ফোনের ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃত একজনই এই ঘটনার মূলচক্রী। সে-ই হুমকি ফোন করেছিল ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্য সহ সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরীকে। তবে আটক চারজনের এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কিনা, জড়িত থাকলে কীভাবে জড়িত? ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে (Krishnendu Chowdhury Malda)।

আরও পড়ুন:https://tribetv.in/mamata-on-vasha-diwas-over-bangladesh-issues-speak/
হুমকি ফোনে কী দাবি করেছিলেন আঁততায়ীরা Krishnendu Chowdhury Malda :-
উল্লেখ্য, মালদহের তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছ থেকে ২০ লক্ষ টাকা চেয়ে ফোন এবং হোয়াটসঅ্যাপে হুমকির বার্তা আসে (Krishnendu Chowdhury Malda)। ঘটনায় শুক্রবার সকাল থেকে শোরগোল পড়ে যায় ইংলিশ বাজার শহর জুড়ে। তরজা শুরু হয় রাজ্য রাজনীতিতেও। হুমকি ফোন আদতে তৃণমূলের অন্দরের গোষ্ঠী কোন্দল বলেও তোপ দাগেন বিরোধীরা। কেউ কেউ আবার ভোটের আগে ভাগবাটোয়ারা নিয়ে ঝামেলায় এই ধরনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেছেন।
আরও পড়ুন: https://tribetv.in/central-warn-for-using-earphone-to-publics-may-cause/
যদিও এই সব বিষয়ে তৃণমূলের শীর্ষস্তর থেকে কোনও প্রতিক্রিয়া না মিললেও ঘটনার দিন রাতেই পুলিশ তিনজন সন্দেহভাজককে আটক করে। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় তাদের মধ্যে একজনকে গ্রেফতারও করে পুলিশ (Krishnendu Chowdhury Malda)। বাকি চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মালদহ জেলা পুলিশ।