Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইন্ডাস্ট্রিতে (Kriti Sanon) পারিশ্রমিকের ক্ষেত্রে বৈষম্য লক্ষ্য করা যায়। অর্থাৎ একই কাজ করেও অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক হয় আলাদা। বলিউডে অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিকের অমিল নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলে ছিলেন অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon) । প্রশ্ন তুলেছিলেন,” অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক আলাদা কেন হবে ?” কারণ কিছু কিছু ক্ষেত্রে তাঁদের কাজ একই পরিমাণ থাকে তাহলে এই বৈষম্য কেন ?
অনীহা দেখানো (Kriti Sanon)
অভিনেত্রী কৃতি শ্যাননের কথায় ,”পেমেন্টের মধ্যে কোনও সাম্য (Kriti Sanon) নেই। অনেক ক্ষেত্রে তা অযৌক্তিক। তবে বর্তমানে অনেকটাই পরিবর্তন হলেও পুরোপুরি পারফেক্ট হয়নি।” অভিনেত্রী মনে করেন, কিছু কিছু কাজ পুরুষ না মহিলা তা নির্ভর করে না। তাহলে পারিশ্রমিকের ক্ষেত্রে কেন আলাদা হবে? প্রযোজক পরিচালকেরা নারীকেন্দ্রিক ছবি বানাতে অনীহা দেখায়। কারণ পুরুষ কেন্দ্রিক একটা ছবি যতটা ইনকাম করতে পারে, নারীকেন্দ্রিক ছবি তা নাও করতে পারে বলে মনে করা হয়। যদিও এ বিষয়ে অভিনেত্রী কৃতি ২০২৪ সালের মুক্তি পাওয়া ‘ ক্রু ‘ (Crew) ছবির উদাহরণ তুলে ধরেছেন।
ঝুঁকি নেওয়া (Kriti Sanon)
অভিনেত্রী কৃতি মনে করেন , প্রযোজক ও পরিচালকদের নারী কেন্দ্রিক ছবি তৈরির ক্ষেত্রে (Kriti Sanon) এগিয়ে আসা উচিত। কারণ অভিনেত্রীর মতে, কিছুটা ঝুঁকি নিলে , হয়ত নারীকেন্দ্রিক ছবিও ভালো ব্যবসা করতে পারবে। ২০২৪ শে মুক্তি পাওয়া ক্রু ছবি প্রায় ১৫৭ কোটি টাকা ব্যবসা করতে পেরেছিল। যে ছবিতে ছিলেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan), কৃতি শ্যানন ( Kriti Sanon) ও তব্বু (Tabu)। অভিনেত্রী কৃতি আরও বলেন , ১০ বছর হিট ছবি না দিতে পারলেও অভিনেতার পারিশ্রমিক বেশি থাকে।
জায়গা ধরে রাখা
বলিউডে শীর্ষ অভিনেত্রীর তালিকায় রয়েছেন কৃতি শ্যানন (Kriti Sanon)। তিনি নানান প্রতিকূলতা কাটিয়ে বলিউডে নিজে জায়গাকে পাকাপোক্ত করেছেন। অভিনেত্রীর পরিশ্রম চোখে পড়ার মতো। অর্থাৎ প্রথমে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ধীরে ধীরে বলিউডে জায়গা করে নিয়েছেন তিনি। ২০১৪ সালে হিরোপান্তি (Heropanti) ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রীর। এরপর বরেলি কি বরফি (Bareilly Ki Barfi) , লুকা ছুপি (Luka Chuppi), ভেড়িয়ার (Bhediya) মত ছবি করে প্রশংসিত অভিনেত্রী।
আরও পড়ুন: WBJEE Result 2025: আইনি জট কাটিয়ে প্রকাশিত রাজ্য জয়েন্টের ফল, সেরার সেরা কে?
বৈষম্যর প্রশ্ন তোলা
সাম্প্রতিক কালে অভিনেত্রী কৃতি শ্যানন বলিউডে অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন। প্রশ্ন তুলেছেন কেন পারিশ্রমিকের ক্ষেত্রে বৈষম্য থাকবে বলে । যাই হোক , অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নিজস্ব স্কিন কেয়ার ব্র্যান্ড Hyphen শুরু করে ব্যবসার জগতে পা রেখেছেন। কৃতি বুদ্ধিমত্তা, রূপ ও প্রতিভার সংমিশ্রণে বলিউডে হয়ে উঠেছেন প্রথম সারির অভিনেত্রী।