Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আইনি নোটিস আগেই পাঠিয়েছিলেন। এবার আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানির অভিযোগে ব্যাঙ্কশাল আদালতে মামলা দায়ের করলেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal ghosh)।
অভিযোগ, সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে বক্তব্যে নির্যাতিতার বাবা বলেন, ‘সিবিআই টাকা খেয়ে তদন্ত চেপে দিয়েছি। সিবিআই-কে টাকা দিয়েছে রাজ্য সরকার। কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্স-এ গিয়ে টাকা দিয়ে সমস্ত কিছু ‘সেটেলমেন্ট’ করেছেন।’ সংবাদমাধ্যমের সামনে নির্যাতিতার বাবার এই বক্তব্যের প্রেক্ষিতে আগেই আইনি নোটিস পাঠিয়েছিলেন কুণাল ঘোষ (Kunal ghosh)।এবার মানহানির অভিযোগ তুলে ব্যাঙ্কশাল আদালতে মামলা দায়ের করলেন।
তদন্তে সিবিআই-এর ভূমিকায় প্রথম থেকেই অসন্তুষ্ট নির্যাতিতার বাবা-মা
মেয়েকে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তে সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রথম থেকেই অসন্তুষ্ট ছিলেন বাবা-মা। ৯ আগস্ট নবান্ন অভিযানের দিন পুলিশের বিরুদ্ধেও একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তাঁরা। রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এমনকি সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলে অভিযোগ করেছিলেন যে, সিবিআই টাকা খেয়ে ঠিক মতো তদন্ত করছে না। সিবিআই-এর তদন্তে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন তাঁরা।
সম্প্রতি দিল্লিতে গিয়ে সিবিআই-এর ডিরেক্টরের সঙ্গেও দেখা করে এসেছিলেন নির্যাতিতার বাবা-মা। এই নিয়ে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন। কিন্তু সাক্ষাৎ হয়নি। দিল্লির সিবিআই দফতর থেকে বেরিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত নিয়েও হতাশা প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা। আর এর জন্য রাজ্যের শাসকদলকেও নিশানা করেছেন তিনি। প্রকাশ্যে নির্যাতিতার বাবা অভিযোগ করেন, সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই-এর দফতরে গিয়ে টাকা দিয়ে সবকিছু ‘সেটিং’ করে এসেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal ghosh)।
আদালতে মানহানির মামলা কুণালের (Kunal ghosh)
এরপরই এই মন্তব্যের বিরোধিতা করে কুণাল ঘোষ নির্যাতিতার বাবা-মা’কে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। এবং মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার সেটাই করলেন কুণাল ঘোষ। নির্যাতিতার বাবা-মা’র বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে ব্যাঙ্কশালা আদালতে মানহানির মামলা করলেন তিনি।
আরও পড়ুন:Calcutta HC: দুর্গাপুজোর অনুদান ঘিরে ফের মামলা হাইকোর্টে, চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা
কুণাল ঘোষ (Kunal ghosh) জানিয়েছিলেন, আইনি নোটিস পাঠানোর ৪ দিনের মধ্যে যদি নির্যাতিতার বাবা ক্ষমা চান, তাহলে তিনি কোনও পদক্ষেপ করবেন না তিনি। কিন্তু ক্ষমা না চাইলে আদালতের দ্বারস্থ হবেন। এবার সেটাই করলেন তিনি। কুণাল ঘোষ নির্যাতিতার বাবার উদ্দেশ্যে বলেছিলেন, ‘ওঁদের মুখে যা আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, এটা হতে পারে না। উনি যদি ক্ষমা না চান তাহলে যা বলেছেন তা কোর্টে এসে প্রমাণ করতে হবে। ওঁর প্রতি পূর্ণ সম্মান ও সহমর্মিতা আছে। কিন্তু এই ধরনের অভিযোগ করে কেউ পার পাবেন না।’