ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে ‘গদ্দার’ বলে (Kunal Kamra Controversy) মন্তব্য করে বিপদে পড়েছেন কৌতুকশিল্পী কুণাল কামরা।
৫০০ ফোনের হুমকি (Kunal Kamra Controversy)
সম্প্রতি ‘নয়া ভারত’ নামের একটি অনুষ্ঠানে শিন্দের রাজনৈতিক অবস্থান নিয়ে বিদ্রূপ করে তিনি ক্ষোভের (Kunal Kamra Controversy) মুখে পড়েছেন। তাঁর বক্তব্যের পর থেকেই কুণাল একের পর এক খুনের হুমকি পাচ্ছেন বলে জানা গেছে। সূত্রের দাবি, কমপক্ষে ৫০০টি হুমকি ফোন পেয়েছেন তিনি, যেখানে প্রকাশ্যে তাকে ‘মারধর’ করার কথাও বলা হচ্ছে।
কুণালের বিরুদ্ধে দায়ের অভিযোগ (Kunal Kamra Controversy)
কুণালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং শিবসেনা বিধায়কদের অভিযোগের ভিত্তিতে মানহানির মামলা করা হয়েছে। মুম্বই পুলিশ কুণালকে হাজিরা দিতে সমন পাঠিয়েছে, কিন্তু তিনি সময় চেয়েছেন। আইনজীবীর মাধ্যমে তিনি জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আইনগত পরামর্শ নিচ্ছেন।
আরও পড়ুন: Kunal Kamra New Song: ‘মনে নাথুরাম, কাজে আসারাম’! কুনালের নতুন গানে ফের তুঙ্গে বিতর্ক

ক্ষমা চাইবেন না কুণাল
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস কুণালের মন্তব্যকে হাস্যরস বলে মানতে রাজি নন এবং দাবি করেছেন যে তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। তবে কুণাল জানিয়েছেন, তিনি ক্ষমা চাইবেন না এবং আইন অনুযায়ী যা করা প্রয়োজন, সেই পথে এগিয়ে যাবেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে, এবং কুণালের মন্তব্য জনমতের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে।