ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রবিবার রাতে লালিগায় সেভিয়ার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের হয়ে একটি অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়ে সমালোচকদের জবাব দিলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই সমালোচনার মুখে থাকা এই ফরাসি ফরোয়ার্ড বছরের শেষ ম্যাচে নিজের সেরা ফর্ম দেখালেন। এমবাপে ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথম গোলটি করেন এবং পরে ব্রাহিম দিয়াজের গোলেও সহায়তা করেন।
জন্মদিন কিলিয়ানের (Kylian Mbappe)
২৬ বছরে পা দেওয়া এমবাপে (Kylian Mbappe) শুক্রবার তার জন্মদিন উদযাপনের পর সেভিয়ার বিরুদ্ধে মাদ্রিদের জার্সিতে অন্যতম সেরা ম্যাচ খেললেন। ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলত্তি জানিয়েছিলেন, এমবাপের মানিয়ে নেওয়ার সময়সীমা শেষ হয়েছে। রবিবারের পারফরম্যান্স তার কথার সত্যতা প্রমাণ করল।
কী বলেন কোচ? (Kylian Mbappe)
আনসেলত্তি শনিবার সাংবাদিকদের বলেন, “তার (Kylian Mbappe) মানিয়ে নেওয়ার সময়সীমা শেষ। সে ইতিমধ্যেই তার ভালো দিক দেখিয়েছে এবং আরও উন্নতি করার সুযোগ রয়েছে।”
আরও পড়ুন: Manu Bhaker: খেল রত্ন সম্মানের জন্য মনোনয়ন প্রকাশ, নাম নেই মনু ভাকরের!
গোল করে ম্যাচের সুর বদল
ম্যাচের ১০ মিনিটে এমবাপে প্রথম গোলটি করেন। মাদ্রিদ পিছন থেকে বল নিয়ে রডরিগোর দিকে পাস করে। রডরিগো বাঁ দিক থেকে এমবাপেকে বল বাড়ান। এমবাপে প্রথম টাচে বল নিয়ন্ত্রণ করেন, দ্বিতীয় টাচে সেট করেন এবং তৃতীয় টাচে দুর্দান্ত শটে সেভিয়ার গোলকিপার আলভারো ফের্নান্দেজকে পরাস্ত করেন। এটি ছিল এই মোরসুমের সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে তার ১৪তম গোল।
অন্যান্য গোল
১০ মিনিট পরে ফেদেরিকো ভালভার্দে দূরপাল্লার শটে রিয়াল মাদ্রিদের ব্যবধান বাড়ান। ম্যাচের ৩৪ মিনিটে লুকাস ভাজকেজের ক্রসে রডরিগো তৃতীয় গোলটি করেন।
আরও পড়ুন: Vinod Kambli Health: গুরুতর অসুস্থ প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি, ভর্তি হাসপাতালে
সমালোচনা ও কামব্যাক
এর আগে এমবাপে লিভারপুল এবং অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে পেনাল্টি মিস করার কারণে সমালোচিত হয়েছিলেন। তবে এই ম্যাচে তিনি নিজের পুরনো ফর্মে ফিরে আসেন।
অন্যান্য ম্যাচ
পাচুকার বিরুদ্ধে আন্তঃমহাদেশীয় কাপের ফাইনালে ৩-০ ব্যবধানে জয় এনে দেওয়ার সময়ও এমবাপের অবদান ছিল গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে আতালান্তার বিরুদ্ধে জয়ের ম্যাচে তিনি উরুতে চোট পান। এর ফলে লালিগায় রায়ো ভায়োকানোর বিরুদ্ধে ৩-৩ ব্যবধানে ড্র হওয়া ম্যাচ মিস করেন। তবে কাতারে ভ্রমণের জন্য ফিট হয়ে মাঠে ফিরেছেন তিনি।
এই ম্যাচে এমবাপের অসাধারণ পারফরম্যান্স প্রমাণ করে, রিয়াল মাদ্রিদের হয়ে তার ভবিষ্যৎ উজ্জ্বল।