ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের সাইবার জালিয়াতির ভয়ঙ্কর চিত্র। গুজরাতের গান্ধীনগরের এক প্রখ্যাত মহিলা চিকিৎসককে ভয় দেখিয়ে প্রায় ১৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে (Digital Arrest)। ১০২ দিন ধরে পরিকল্পিতভাবে ‘ডিজিটাল গ্রেফতার’ দেখিয়ে চিকিৎসকের থেকে টাকা আদায় করা হয়। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
ভয় দেখিয়ে তৈরি হয় ‘ডিজিটাল ফাঁদ’ (Digital Arrest )
ঘটনার সূত্রপাত গত মার্চ মাসে। এক অচেনা নম্বর থেকে ফোন আসে চিকিৎসকের কাছে (Digital Arrest)। ফোনের অপর প্রান্তে থাকা মহিলা নিজেকে টেলি যোগাযোগ দফতরের আধিকারিক বলে পরিচয় দেন। পরে আরও কয়েকটি ফোন আসে, কেউ নিজেকে পুলিশ অফিসার, কেউ আইনজীবী, আবার কেউ নোটারি অফিসার বলে দাবি করে। প্রত্যেকেই জানায়, ওই চিকিৎসকের মোবাইল নম্বর থেকে নাকি একটি ‘আপত্তিকর মেসেজ’ পাঠানো হয়েছে। ফলে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্তের আওতায় রয়েছেন।
প্রতারকেরা ফাঁদে ফেলতে ভুয়ো নথিপত্র, আইনি চিঠি, ভিডিও কনফারেন্সে ভুয়ো অফিসারদের মুখোমুখি সাক্ষাৎকার— সব কিছুই সাজিয়ে তোলে। শেষমেশ চিকিৎসককে বলা হয়, তাঁর নামে একটি ২০ কোটি টাকার সম্পত্তি সংক্রান্ত মামলা চলছে। তা থেকে বাঁচতে সমপরিমাণ অর্থ ‘নিরাপত্তা গচ্ছিত’ রাখতে হবে।
এফডি ভাঙা, ঋণ নেওয়া, সোনা বিক্রি— সবই তদন্তের নামে (Digital Arrest )
এই ভয় ও মানসিক চাপে পড়ে চিকিৎসক নিজের একাধিক ফিক্সড ডিপোজিট (FD) ভেঙে ফেলেন, সোনার গয়না বিক্রি করেন এবং শেষে ঋণ পর্যন্ত নেন প্রতারকদের চাহিদা মেটাতে(Digital Arrest)। প্রায় ১৯ কোটি টাকা বিভিন্ন কিস্তিতে প্রায় ৩০টি ভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। পরে তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন এবং গত সপ্তাহে থানায় অভিযোগ দায়ের করেন (Gujrat Police)।

আরও পড়ুন: Pakistan Oil Reserves : পাকিস্তানের তেলে ট্রাম্পের নজর! পাকিস্তান পাবে পেট্রোডলার ?
একজন গ্রেফতার, তদন্ত চলছে (Digital Arrest )
এই ঘটনার তদন্তে নেমে পুলিশ লালজি জয়ন্তিভাই বলদনিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযোগ, প্রতারণার টাকা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহৃত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সঙ্গে তাঁর সরাসরি যোগ পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি সুসংগঠিত আন্তর্জাতিক চক্র জড়িত থাকতে পারে(Digital Arrest)।

আরও পড়ুন: US Pakistan Trade : যুক্তরাষ্ট্র-পাক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা! তেল, শুল্ক নাকি কূটনৈতিক কৌশল?
সতর্কবার্তা পুলিশের (Digital Arrest )
এই ঘটনার পরে পুলিশ সাধারণ মানুষকে সাইবার জালিয়াতি নিয়ে সতর্ক থাকতে বলেছে(Digital Arrest)। কোনও অচেনা নম্বর থেকে ফোন এলেই বা ইডি-পুলিশ-ব্যাঙ্ক অফিসারের নাম করে অর্থ দাবি করা হলে সতর্ক থাকতে হবে। কোনও রকম সন্দেহজনক ফোন এলে তাৎক্ষণিক সাইবার সেল বা থানায় অভিযোগ জানানোরও পরামর্শ দিয়েছে পুলিশ।
এই ঘটনার জেরে আবারও প্রমাণ হল, সাইবার অপরাধীরা ক্রমেই আরও ভয়ঙ্কর ও চতুর হয়ে উঠছে। সাধারণ নাগরিকদের তাদের ফাঁদ থেকে বাঁচতে হলে প্রয়োজন বিস্তারি সচেতনতা এবং সতর্কতা।