ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিতর্ক যেন লগ্নজিতার (Lagnajita Chakraborty) পিছু ছাড়ছে না। ঠিক সেই সময়, তিনি নতুন বছর শুরু করলেন বিভ্রান্তি দিয়ে। আর জি কর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ২০২৪ সালে পথে নামেন টলিউডের বহু শিল্পীরা। সেই তালিকায় ছিলেন লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। সেই সরব শিল্পীদের নিয়ে যখন বিতর্ক তৈরি হয়, সেই তালিকাতেও নাম চলে আসে লগ্নজিতার। যদিও এসমস্ত বিতর্কের মাঝে তিনি কোনও মন্তব্যই করেননি।
নতুন বছরে লম্বা পোস্ট (Lagnajita Chakraborty)
তবে নতুন বছরের শুরুতেই লম্বা একটা পোস্ট করে ফেললেন নিজের সোশ্যাল পেজে (Lagnajita Chakraborty)। লিখে ফেললেন, বেশ অনেকগুলো কথা। যদিও এই পোস্টের সঙ্গে পুরনো বিতর্কের সম্পর্ক নেই। তবে তিনি কিছুটা বিভ্রান্তিতে রয়েছেন। ভাগ করে নিলেন নিজের ভাবনা। কী ভাবাচ্ছে তাঁকে?
পিআর কি তবে সব? (Lagnajita Chakraborty)
এটি বিতর্ক নয়, অন্য বিষয়। বর্তমানে সিনেমার তারকাদের থেকে শুরু করে সংগীত শিল্পী, সবারই কাজ পাওয়ার ক্ষেত্রে কিংবা পারিশ্রমিক, এই বিষয়গুলো কিছুটা নির্ভর করে পিআর টিমের উপর। তাঁর এক বন্ধু দিলজিতের কনসার্টে গিয়েছিলেন। কিন্তু কি গান শুনেছেন বলতে পারলেন না। অথচ অরিজিৎ সিংয়ের কনসার্টে না গিয়েও, পরপর গানের নাম বলতে পারলেন। এই বিভ্রান্তি দিয়েই শুরু হল লগ্নজিতার (Lagnajita Chakraborty) নতুন বছর। প্রশ্ন রাখলেন, পিআর কি তবে সব?
আরও পড়ুন: Stree 3: আসছে শ্রদ্ধার ‘স্ত্রী ৩’, বক্স অফিসে খেল দেখাবে হরর কমেডি
দিলজিতের কনসার্ট নিয়ে উচ্চ প্রশংসিত লগ্নজিতার বন্ধু
মাসখানেক ধরেই গোটা দেশ জুড়ে চলছে দিলজিতের (Diljit Dosanjh) ‘দিল লুমিনাটি’ কনসার্ট। দেশের বিভিন্ন প্রান্তে হাজির হচ্ছেন লক্ষ লক্ষ ভক্তরা। সেখানে তেমনই একটি শোয়ে, উপস্থিত ছিলেন লগ্নজিতার এক বন্ধু। দিলজিতের কনসার্ট নিয়ে উচ্চ প্রশংসিত ওই বন্ধুকে লগ্নজিতা জিজ্ঞেস করেছিলেন, দিলজিতের কোন গানটা তাঁর সব চেয়ে প্রিয়? প্রশ্ন শুনে সেই বন্ধু কিছুটা বিভ্রান্তিতে পড়েন। লগ্নজিতা আবারও জিজ্ঞেস করেন, ওই বন্ধুর দিলজিতের ৩টি পছন্দের গান? তারপরেও তিনি কোনও উত্তর দিতে পারেননি।
আরও পড়ুন: Sreeleela in Bollywood: এবার বলিউড মাতাবে পুষ্পার শ্রীলীলা, জুটি বাঁধবেন কার্তিকের সঙ্গে!
নতুন বছর শুরু হলো বিভ্রান্তি দিয়ে
লগ্নজিতার কথায়, তাঁর বন্ধু কিছুক্ষণ পর বলেছিলেন ‘আমি গান খুব একটা বলতে পারব না। আসলে, অত মন দিয়ে আলাদা করে কখনও শুনিনি দিলজিতের গান। তবে তাঁর ভাইবস সম্পর্কে শুনেছিলাম।’ এরপর লগ্নজিতা তাঁর বন্ধুকে অরিজিৎ সিংয়ের তিনটি পছন্দের গানের নাম জিজ্ঞাসা করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তাঁর বন্ধু কখনও অরিজিৎ সিংয়ের কনসার্টে যাননি। অথচ অরিজিতের গানের নাম মনে আছে। তাই সংশয়ে পড়ে গিয়েছেন লগ্নজিতা। সোশ্যাল মিডিয়ায় বললেন, ‘আমার নতুন বছর শুরু হলো একটা বিভ্রান্তি নিয়ে।’ তাঁর কথায়, ‘কেন কনসার্ট থেকে ফিরে মানুষ একটি গানও মনে রাখতে পারেন না? যেখানে অরিজিৎ, সুনিধি বা শ্রেয়ার মতো মিউজিক ইন্ডাস্ট্রির তাবড় শিল্পীরা আজও মন ছুঁয়ে নিচ্ছেন।”