Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : এ বছরের মৌসুমী বৃষ্টি ভয়াবহ আকারে আঘাত হেনেছে জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে (Landslide Death)। প্রবল বর্ষণজনিত বন্যা ও ভূমিধসে ইতিমধ্যেই বহু মানুষের প্রাণহানি ঘটেছে, ধ্বংস হয়েছে বিপুল পরিমাণ অবকাঠামো। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন।
রাজধানী দিল্লি ও এনসিআর অঞ্চলে জলাবদ্ধতা (Landslide Death)
আগস্ট ও সেপ্টেম্বরের ভারী বৃষ্টিতে দিল্লির একাধিক নিম্নাঞ্চল কোমরসমান জলে ডুবে যায়(Landslide Death)। ঐতিহাসিক লালকেল্লার আশেপাশের এলাকা রাস্তাবন্ধ হয়ে যায়, স্থবির হয়ে পড়ে যান চলাচল।
গুরগাঁও সম্পূর্ণ প্লাবিত হয়ে যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি পানিতে ভেসে যাচ্ছে। ইয়মুনা নদী একাধিকবার বিপদসীমা অতিক্রম করায় শহরজুড়ে বন্যার আতঙ্ক তৈরি হয়।
মুম্বই ও হায়দরাবাদে ভোগান্তি(Landslide Death)
মুম্বইয়ে টানা বৃষ্টিতে (India Meteorological Department) এক মাস আগে মনোরেল পরিষেবা ভেঙে পড়ে(Landslide Death)। প্রধান সড়ক ও আন্ডারপাসে জল জমে পড়ে যাত্রীদের চরম দুর্ভোগে ফেলেছে।
হায়দরাবাদেও টানা বৃষ্টিপাতে সড়ক প্লাবিত হয়। দু’জন নিখোঁজ হয়েছেন আলাদা ঘটনায়, যাদের খোঁজে এখনও অভিযান চলছে।
সিকিমে ভূমিধস
গতকাল পশ্চিম সিকিমের গ্যাইগিন জেলায় পাহাড়ি ধস নেমে একটি অংশ ভেসে যায় নদীতে(Landslide Death)। সৌভাগ্যবশত, এতে বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি হয়নি। তবে একই দিনে আলাদা ঘটনায় এক ব্যক্তি ও চারটি গরু প্রাণ হারান ভূমিধসে।
এর আগে বৃহস্পতিবারও চারজনের মৃত্যু হয়েছিল সিকিমে প্রবল বৃষ্টির জেরে।
আরও পড়ুন : Ind vs Pak Asia Cup : করমর্দন বিতর্কে পাকিস্তানের দাবি নাকচ করলো আইসিসি!
হিমাচল প্রদেশে সর্বনাশা বন্যা ও ধস(Landslide Death)
সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে মান্ডি জেলায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়(Landslide Death)। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি তীব্র হয়ে ওঠে, বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে পালাতে বাধ্য হন।
সাউলি খাড় নদীর জল উপচে পড়ে ধরমপুর বাসডিপো সম্পূর্ণ ডুবে যায়। প্লাবনে ভেসে যায় বাস, গাড়ি ও মোটরসাইকেল। বহু বাড়িঘরও জলমগ্ন হয়।
শিমলায় বিশাল ভূমিধসে হিমল্যান্ড এলাকায় আটকে পড়ে বহু যানবাহন(Landslide Death)। গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যায়। ফলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।
কুলু জেলায় আকস্মিক বন্যার ঝুঁকি এড়াতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাফটিং, প্যারাগ্লাইডিং-সহ সব ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মান্ডির নিহরি এলাকায় ভূমিধসে একাধিক বাড়ির উপর ভেঙে পড়ে পাহাড়ি পাথর, প্রাণ হারান অন্তত তিনজন। আরও দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০ জুন থেকে শুরু হওয়া বর্ষায় হিমাচলে মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৮০ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। নিখোঁজ রয়েছেন ৪১ জন। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪,৫০৪ কোটি টাকা।
আরও পড়ুন : Masood Azhar : অপারেশন সিঁদুরে নিহত মাসুদ আজহারের পরিবারের একাধিক সদস্য, স্বীকার জইশ-ই-মহম্মদের
ঝাড়খণ্ডে মাটি ধসে গাড়ি ফেঁসে গেল
রাঁচিতে টানা বর্ষণে শহরজুড়ে জলাবদ্ধতা তৈরি হয়। কান্টাটোলি ফ্লাইওভারের নিচে জমা জলের কারণে রাস্তার নিচের মাটি দুর্বল হয়ে ধসে পড়ে। একটি স্করপিও এন গাড়ি ৩০ শতাংশ পর্যন্ত মাটির নিচে ঢুকে যায়(Landslide Death)। স্থানীয়রা চালককে উদ্ধার করেন। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের প্রাণহানি ঘটেনি।
উত্তরাখণ্ডে ব্রিজ ভেসে গেল
সোমবার রাতের প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের বহু সড়ক ও বাজার প্লাবিত হয়(Landslide Death)। কয়েকটি ঘরবাড়ি ও দোকান ভেসে যায়। একটি সেতুও নদীর স্রোতে তলিয়ে গেছে। ফলে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
উত্তর ভারতের পাহাড়ি ও সমতল মিলিয়ে একাধিক রাজ্য এই বছরের বর্ষায় ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। প্রাণহানি, অবকাঠামোগত ক্ষতি, অর্থনৈতিক লোকসান—সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল আকার নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ধরনের অস্বাভাবিক বর্ষণ ও দুর্যোগ ক্রমশ বাড়ছে। এখন জরুরি হলো দীর্ঘমেয়াদি প্রস্তুতি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নগর পরিকল্পনায় টেকসই উদ্যোগ নেওয়া।