Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : জম্মু-কাশ্মীরে গত তিন দিন ধরে অব্যাহত ভারী বর্ষণের প্রভাবে বৈষ্ণোদেবী যাত্রাপথের অর্ধকুয়ারিতে মঙ্গলবার দুপুরে ভয়াবহ ধস নামার ঘটনা ঘটেছে(Landslide In Vaishno Devi)। সংবাদ সংস্থা ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ইন্দ্রপ্রস্থ ভোজেনালয়ের কাছে আচমকাই পাহাড়ের ঢালে থাকা বড় বড় পাথর ও বোল্ডার নেমে এলে আশেপাশের পুণ্যার্থীদের মধ্যে ভয়াবহ আতঙ্ক ছড়ায়। ধসের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচজন পুণ্যার্থীর। আহত হয়েছে আরও কমপক্ষে ১৪ জন।
ঘটনাস্থলে তৎপরতা নিরাপত্তাবাহিনীর (Landslide In Vaishno Devi)
ঘটনার পরপরই বৈষ্ণোদেবী মন্দির কমিটির সদস্যরা, স্থানীয় নিরাপত্তাবাহিনী (INDIAN ARMY) ও উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে তৎপরতায় নেমে পড়েন(Landslide In Vaishno Devi)। আহতদের উদ্ধার করে দ্রুত কাটরার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। মন্দির কমিটি জানিয়েছে যে ধসের তৎপর তদন্ত ও উদ্ধারকাজ চলমান রয়েছে এবং যাত্রাপথে থাকা বাকি পুণ্যার্থীদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, ততক্ষণ পর্যন্ত বৈষ্ণোদেবী যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে।
ধসের নীচে চাপা পড়ে গুরুতর অবস্থা (Landslide In Vaishno Devi)
স্থানীয় অংশীজনরা বলছেন, ঘটনাস্থলে এক মুহূর্তেই বড় বড় শিলা নজিরবিহীনভাবে নেমে আসে এবং এতে পুণ্যার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ ও ধাক্কাধাক্কি দেখা দেয়(Landslide In Vaishno Devi)। কিছু ব্যক্তিকে ধসের নীচে চাপা পড়ে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। কিট, মোবাইল নিয়ন্ত্রণের মাধ্যমে উদ্ধারকারীরা টেলিমেট্রি ও ভিজ্যুয়াল পরিকাঠামো ব্যবহার করে আহতদের অবস্থান শনাক্ত করছিলেন।

আরও পড়ুন : Brain Eating Amoeba : কেরলে এএমই সংক্রমণের সংখ্যা ১৮, পরিস্থিতি মোকাবিলায় ‘জলই জীবন’ ক্যাম্পেইন
এদিকে রাজ্যের বিভিন্ন অঞ্চলে একই সময়ে টানা বৃষ্টিপাত ও হড়পা বান দেখা দিয়েছে। ডোডা জেলায় মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে একের পর এক বাড়ি ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে; প্রাথমিকভাবে সেখানে চারজনের মৃতি ঘোষণা করা হয়েছে এবং বহু জন নিখোঁজ রয়েছেন বলে জানান স্থানীয় প্রশাসন। আবহাওয়া দফতর ইতিমধ্যে কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করেছে। কাটরা, জম্মু, সাম্বা, রিয়াসি, উধমপুর, ডোডা ও কিশ্তওয়াড় জেলায় ভূমিধস এবং হড়পা বানের সম্ভাবনা নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
উদ্ধারকাজ ও প্রাথমিক চিকিৎসা চলছে (Landslide In Vaishno Devi)
প্রশাসন জানিয়েছেন যে বর্তমানে উদ্ধারকাজ ও প্রাথমিক চিকিৎসা চলমান আছে। মন্দির কমিটি ও নিরাপত্তা বাহিনী উদ্ধারকর্মীদের সমন্বয়ে সার্বিক তদন্ত করে দুর্ঘটনার কারণ নির্ধারণের চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার এবং সরকারি নির্দেশনা মানার।

আরও পড়ুন : Fifth Generation Jet : ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি লড়াকু জেটের ইঞ্জিন সরবরাহ করবে ফ্রান্স
বিশেষজ্ঞরা বলছেন, তীব্র বৃষ্টি এবং পাহাড়ি ঢালগুলোর দুশ্চরিত্রতা মিলিত হয়ে এমন ভূমিধসের ঝুঁকি বাড়ায়। তাই তৎকালীন সতর্কতা, পর্যাপ্ত বিছানা এবং দ্রুত জনসচেতনতা কার্যক্রম জরুরি(Landslide In Vaishno Devi)। এখনকার পরিস্থিতিতে প্রথম প্রাধান্য উদ্ধার এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা। স্থানীয় কর্তৃপক্ষ পাঠানো সাহায্যের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় সংস্থাগুলোর সহায়তা চাওয়া হতে পারে বলে জানানো হয়েছে। এই দুর্ঘটনা কাশ্মীর অঞ্চলে চলমান বর্ষার প্রবণতা ও পাহাড়ি ভুমির সংবেদনশীলতা সম্পর্কে পুনরায় সতর্ক সতর্কবার্তা হয়ে উঠেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটক ও ভক্তদের অপ্রয়োজনীয় যাত্রা পরিহার করার জন্য বলা হচ্ছে।