ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গিলের নেতৃত্বে তরুণ ব্রিগেডের ইংল্যান্ডের সাথে সিরিজ ড্র করার পর প্রশংসায় ভরিয়েছেন দর্শক থেকে প্রাক্তন তারকারা (Latest Cricket Update)। এর মধ্যেই ঘোষণা করা হয়েছে নতুন কোচের নাম।
নতুন দায়িত্বে প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান (Latest Cricket Update)
ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ সদ্য শেষ হয়েছে। গোটা সিরিজ জুড়েই ছিল উত্তেজনা তুঙ্গে। শেষ ম্যাচ কোনও সিনেমার ক্লাইম্যাক্সের থেকে কম কিছু না। গোটা ম্যাচ ছিল টানটান। ভারত যেভাবে শেষ টেস্টটিতে জয় পেয়েছে তা প্রশংসনীয়। মরণ বাচঁন ম্যাচে মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণর দুর্দান্ত বোলিংয়ে ভারতীয় দল গুরুত্বপূর্ণ একটি জয় ছিনিয়ে নিয়েছে এবং সিরিজ ড্র করতে সক্ষম হয়েছে।
সিরিজের মাঝে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল শুভমান গিল এবং কোচ গৌতম গম্ভীরকে। কিন্তু তারপর দলের দুরন্ত জয় সবকিছুকে ছাপিয়ে গেছে। আর এরমধ্যেই ঘোষণা করা হলো নতুন কোচের নাম (Latest Cricket Update)।

তবে এই প্রধান কোচ ভারতের মূল দলের নয় বরং বাংলার অনূর্ধ্ব-২৩ দলের জন্য নির্বাচিত করা হয়েছে।
বোর্ড এই পদের জন্য প্রাক্তন ভারতীয় খেলোয়াড় ঋদ্ধিমান সাহাকে বেছে নিয়েছে। এবং সাহাও দায়িত্ব পালন করতে রাজি হয়েছেন। সোমবার ইডেন গার্ডেন্সে তার প্রথম তিন ঘন্টার প্রশিক্ষণ অধিবেশনও ছিল।
আরও পড়ুন: Raksha Bandhan 2025: রাখিপুর্ণিমার মহা তিথিতে তিন রাশির ‘বিরল যোগ’
ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ইনস্টাগ্রামের মাধ্যমে কোচ হওয়ার গুরুদায়িত্বর কথা শেয়ার করেছেন। দীর্ঘ সময় ধরে বাংলার হয়ে ক্রিকেটে খেলেছেন ঋদ্ধিমান। আর এখান থেকেই জাতীয় দলে খেলার সুযোগ। তিনি বলেছেন যে এর মাধ্যমে তিনি তার কেরিয়ারের একটি নতুন অধ্যায় শুরু করছেন। তিনি লিখেছেন যে, ‘বেঙ্গল অনূর্ধ্ব-২৩-এর প্রধান কোচ হওয়া আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়।’ ঋদ্ধিমান সাহার পাশাপাশি উৎপল চ্যাটার্জি এবং দেবব্রত দাসও রয়েছেন কোচিং দলে (Latest Cricket Update)।
বিরাট কোহলির টেস্ট দলে ঋদ্ধিমান সাহা ছিলেন নির্ভরযোগ্য উইকেটকিপার ব্যাটসম্যান। ভারতের হয়ে ৪০টি টেস্ট এবং ৯টি ওয়ানডে রয়েছে। এই ৪০টি টেস্ট ম্যাচে তিনি ২৯.৪১ গড়ে ১৩৫৩ রান করেছেন, যার মধ্যে ৩টি সেঞ্চুরি এবং ৬টি হাফ-সেঞ্চুরি করেছেন (Latest Cricket Update)।