ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্তমান সময়ে এলইডি লাইট থেরাপির(LED Mask Therapy) সাহায্য নিচ্ছেন প্রায় অনেকেই। প্রায় সব ধরণের ফেসিয়ালেই ব্যবহার করা হচ্ছ এই এলইডি লাইট। ত্বকের পরিচর্যায় সিরাম, এক্সফোলিয়েটর এবং আরও নানা প্রসাধনীর সাথে সাথে দিন দিন অপরিহার্য হয়ে উঠছে এই থেরাপি। মুখোশের মতো দেখতে হয় এই মাস্ক। সেখান থেকে এক ধরনের আলো নির্গত হয়। এই আলোতেই নাকি দূরে চলে যাচ্ছে মুখের হাজারও সমস্যা। কেবল আলোতেই কে এমন যাদু সম্ভব? হ্যাঁ সম্ভব। আর এই বিশ্বাস নিয়েই হাজার প্রসাধনী ব্যবহার করা সত্ত্বেও অনেকেই এলইডি লাইট থেরাপির সাহায্য নিচ্ছেন। আসুন জানি কী এই থেরাপি, কী বা তার উপকারিতা।
কী এই এলইডি মাস্ক থেরাপি? (LED Mask Therapy)
এলইডি মাস্কও এক ধরনের বিউটি টুলস(LED Mask Therapy)। পুরো নাম ‘লাইট এমিটিং ডায়োড’। বিভিন্ন রঙের আলোর মাধ্যমে ত্বকের ‘টিট্রমেন্ট’ করে এই মাস্ক। এলইডি মাস্ক থেকে যে আলো নির্গত হয়, তা ত্বকের ভিতরে প্রবেশ করে ত্বকের নানা সমস্যা দূর করে। যে কোনও প্রসাধনীর তুলনায় অনেক বেশি উপযোগী এলইডি মাস্ক।
এই থেরাপি নিয়ে কী বলছেন বিশেষজ্ঞ? (LED Mask Therapy)
ত্বকরোগ বিশেষজ্ঞ বা বিউটি এক্সপার্টের সাহায্যেই এলইডি থেরাপি(LED Mask Therapy) করানো উচিত। কেউ মাসে একবার এই থেরাপি নেন, আবার কেউ প্রতি সপ্তাহে। ত্বকের ধরন ও সমস্যা অনুযায়ী এলইডি মাস্ক ব্যবহার করা উচিত। তাই বাড়িতে এলইডি মাস্ক কিনে রাখার বদলে বিশেষজ্ঞের কাছে গিয়ে এই থেরাপি নেওয়াই ভালো। তাঁরা বলছে ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থেরাপি হতে পারে এই মাস্ক দ্বারা। এতে মুখের নানান সমস্যা তাড়াতাড়ি হতে পারে দূর।

আরও পড়ুন:Coffee Water For Hair: চুল ধুতে ব্যবহার করুন কফি, সঠিক কৌশলে দারুণ উপকার
এলইডি মাস্কের আলো
এই মাস্কে(LED Mask Therapy) মোট তিন রকমের আলো হয় এবং প্রতিটি আলোর কাজ আলাদা আলাদা।
লাল: এলইডি মাস্ক ব্যবহারের ক্ষেত্রে এলইডি আলোই সবচেয়ে বেশি ব্যবহার হয়। এটি মূলত ত্বকের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায়, প্রদাহ কমায়, ক্ষত নির্মূল করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে।
নীল: ব্রণর চিকিৎসায় ব্যবহার করা হয় ব্লু লাইট। নীল আলোর তরঙ্গের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এটি ব্রণর জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলোকে দূর করতে সাহায্য করে।
হলুদ: সেনসিটিভ ত্বকের উপর দুর্দান্ত কাজ করে হলুদ আলো। এই এলইডি মাস্ক ত্বকের লালচে ভাব, প্রদাহ ও চুলকানি কমাতে সাহায্য করে।

আরও পড়ুন:Rice Water : চাল ভেজানো জল ফেলে দিচ্ছেন? জানুন এর উপকারিতা…
উপকারিতা
কম বয়সিদের মধ্যে এই এলইডি মাস্ক ব্যবহারের দিন দিন বাড়ছে। এমন কি তাদের কাছে প্রায় অপরিহার্য হয়ে উঠছে এই থেরাপি। ৩০-এর দোরগোড়ায় পৌঁছে অনেকে সাহায্য নিচ্ছেন এই লাইট থেরাপির। ত্বকের বিভিন্ন স্তরে পৌঁছে এই এলইডি লাইট কাজ করে। নিয়মিত এলইডি মাস্ক ব্যবহারে ত্বকের প্রদাহ, ফোলা ভাব কমে। পাশাপাশি ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ে, যার জেরে ত্বকে বার্ধক্যের লক্ষণগুলো সহজে ধরা পড়ে না। এমনকী ত্বকের যে কোনও ক্ষত নিরাময়ে সাহায্য করে। ব্রণর সমস্যা থাকলে সেটাও কমিয়ে দেয় লাইট থেরাপি। এই মাস্ক থেকে নির্গত আলো ত্বকের ভিতর প্রবেশ করে, সেবাম উৎপাদনের পরিমাণকে নিয়ন্ত্রণ করে। এর জেরে ত্বক অতিরিক্ত তৈলাক্ত বা ব্রণ হওয়ার প্রবণতা কমে যায়।