ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল ভবনে প্রায় এক ঘণ্টার উপর গ্রুপ সি ও গ্রুপ ডি (SSC Panel Cancel) শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক হয় শিক্ষামন্ত্রীর। শিক্ষকদের মতো শিক্ষাকর্মীদেরও ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ করার আইনি রক্ষাকবচ নেবে সরকার,বৈঠকে এমনটাই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষকেরা ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পড়াতে পারবেন। তাঁদের মতো শিক্ষাকর্মীরাও যাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারেন, সেই নিয়ে এ বার আইনি রক্ষাকবচ নেবে রাজ্য সরকার।
মিছিল করে তৃণমূল ভবনে আসেন (SSC Panel Cancel)
শুক্রবার দুপুরে শিক্ষাকর্মীরা পার্ক সার্কাস ময়দান থেকে মিছিল করে তৃণমূল ভবনে আসেন (SSC Panel Cancel)।বাইপাসের সামনেই তাঁদের পুলিশ আটকে দেয়। তার পর সাত জন প্রতিনিধি ভিতরে যান শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে। যাওয়ার সময় তাঁরা জানান, সরকার,এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের চাকরি যাতে না যায়, তার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানায়। কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে তেমন কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি।
‘বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব’ (SSC Panel Cancel)
সেই দলে ছিলেন শিক্ষাকর্মী সুজয় সর্দার। তিনি বলেন, ‘‘স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) এবং মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের বাঁচাতে শিক্ষাকর্মীদের বলি দিতে চাইছেন (SSC Panel Cancel)। সরকার আমাদের হয়ে একই পথে লড়াই না-করলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।’ শিক্ষাকর্মী সুজয় বলেন, ‘‘আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, শিক্ষকদের কাজ করার জন্য যেমন ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নেওয়া হয়েছে, তেমন আমাদের ক্ষেত্রেও নেওয়া হবে। দু’-এক দিন পর থেকে আইনি প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে আমাদের জানানো হয়েছে। আমাদের নিয়ে আবেদন জানানো হবে বলেই জানানো হয়েছে। যত ক্ষণ না পর্যন্ত দাবি পূরণ হচ্ছে আমাদের আন্দোলন চলবে।’’
আরও পড়ুন: CV Ananda Bose: মালদহে বৈষ্ণবনগরে আশ্রয়শিবিরে রাজ্যপাল পৌঁছোতেই বিক্ষোভ স্থানীয়দের
নতুন নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে
মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার জানিয়, যাঁরা ‘চিহ্নিত অযোগ্য’ (দাগি) নন, তেমন শিক্ষক-শিক্ষিকারা আপাতত স্কুলে যেতে পারবেন। তবে ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে পরীক্ষা নিয়ে নতুন নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুধু শিক্ষকদের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে। শিক্ষাকর্মীদের চাকরি বাতিলই থাকছে বলে জানায় আদালত। রায়ের পরের দিন ব্রাত্যের সঙ্গে বৈঠক করলেন শিক্ষাকর্মীরা।
‘তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে’
শিক্ষামন্ত্রী ব্রাত্য বৈঠক শেষে বলেন, ‘‘আমরা তো আগেই জানিয়েছি যোগ্য-অযোগ্যদের তালিকা ২১ তারিখের মধ্যেই প্রকাশ করব। সেটাই আমরা অনুসরণ করছি। শিক্ষাকর্মীরা আমার কাছে এসেছিলেন। আইনি সহায়তা দেওয়ার বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে। এর বাইরে বেশি কিছু বলার নেই। বললে আদালত অবমাননা হবে।’’