ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লেবু (Lemon Tips For Kitchen) আমাদের শরীর ও ত্বকের জন্য যে কতটা উপকারী তা আমরা বিভিন্ন প্রতিবেদনে বহুবার আলোচনা করেছি। লেবু আমাদের শরীরে ডি টক্সের কাজ করে যেমন তেমন ত্বকের জেল্লা বাড়াতেও সমানভাবে সাহায্য করে এই লেবু। তাই ডাক্তাররা পরামর্শ দেন রোজ সকালে উঠে জলের সাথে মধু ও লেবু দিয়ে খেতে। নিয়মিত এই পানীয় পান করলে পরিবর্তন লক্ষ্য করবেন আপনি নিজেই। তবে জানেন কি রান্নাঘরেও বিভিন্ন প্রয়োজনে আসতে পারে এই লেবু। জেনে নিন লেবু রান্নাঘরে বা রান্নার কাছে কীভাবে উপকার করতে পারে আপনার।
খাবারের অতিরিক্ত ঝাল কমে যায় (Lemon Tips For Kitchen)
রান্না অতিরিক্ত ঝাল হয়ে গিয়েছে? লেবুর রস (Lemon Tips For Kitchen) মিশিয়ে দিন এক চামচ, এতে খাবারের অতিরিক্ত ঝাল কমে যায়। আপেল বা অন্যান্য ফল কেটে রাখলে লালচে হয়ে যায়? সামান্য লেবুর রস মেখে রাখুন আর লালচে হবে না। ভাত রান্নার শেষ দিকে অল্প পরিমাণ লেবুর রস দিয়ে নিন। ধবধবে সাদা ভাত তো হবেই, সাথে ফ্লেভারও আসবে। গলায় মাছের কাঁটা আটকে গেলে অর্ধেকটা লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন, কাঁটা নরম হয়ে নেমে যায়।
দুর্গন্ধ কেটে যাবে (Lemon Tips For Kitchen)
ফ্রিজে মাছ, মাংস রাখায় গন্ধ ছাড়ছে? ফ্রিজে লেবুর স্লাইস রেখে দিন,দুর্গন্ধ কেটে যাবে (Lemon Tips For Kitchen)। মুরগী বা খাসির মাংস সিদ্ধ হতে সমস্যা? রান্না করার আগে লেবুর রস দিয়ে মাখিয়ে রাখুন আধা ঘণ্টা। বয়লার মুরগি রান্নার আগে লেবুর রস মাখিয়ে রাখলে বয়লারের উটক গন্ধটা অনেকটাই কমে যায়। আদা-রসুন কাটার পর বা পেস্ট বানানোর পর হাত থেকে গন্ধ বের হয়? হাতে লেবুর রস মেখে নিন, এতে হাতের দুর্গন্ধ কমে যায়।

আরও পড়ুন: Tea: রোজকার একঘেয়ে চায়ের স্বাদে আনুন বদল, খেয়ে দেখুন এইসব ভিন্ন স্বাদের চা
সাদা কাপড়কে আরো ধবধবে
ছোট মাছের চচ্চড়ি রান্নায় পিল করে লেবুর খোসা মাছের ওপরে বিছিয়ে দিন, তারপর ঢাকনা দিয়ে চুলা নিভিয়ে দিন। খোসা গুলো ফেলে দিয়ে পরিবেশন করুন।ফ্লেভারটা অসাধারণ হয়। সাদা কাপড়কে আরো ধবধবে সাদা করতে চান ? গরম পানিতে লেবুর টুকরা দিয়ে ১০ মিনিট ডুবিয়ে রাখলেই হবে।

খুব সহজেই বেসিন পরিষ্কার
ঘরে ভ্যানিলা এসেন্স নেই? লেবুর খোসা ভেজিটেবল পিলার দিয়ে ছিলে নিন অথবা লেবুর রস ব্যবহার করুন। লেবুর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে খুব সহজেই বেসিন পরিষ্কার করা যায়। এক-দুই টেবিল চামচ বেকিং সোডার এবং এক টেবিল চামচ লেবুর রস এক কাপ গরম জলে মিশিয়ে নিতে হবে। তার পর সেই মিশ্রণটিকে বেসিনে ছিটিয়ে দিতে হবে। কিছুক্ষণ সেটিকে রেখে জল দিয়ে বেসিনটি ধুয়ে নিতে হয়।