ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুভেচ্ছা বার্তা সহ সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিশেষ উপহার পাঠালেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি (Leo Messi)। দ্বিতীয়বারের জন্য কলকাতাতেও আসতে পারেন এলএম টেন।
শুভেচ্ছা বার্তা সহ লিওনেল মেসির (Leo Messi) সই করা জার্সি হাতে পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভকে পাঠানো আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে মেসি শুধুমাত্র অটোগ্রাফ দিয়েছেন তাই নয়, জার্সিতে মেসি স্প্যানিশে লিখে দিয়েছেন ‘টি আ মো দাদা’। যার ইংরেজি তর্জমা, ‘লাভ ইউ দাদা’।
আরও পড়ুন: Umran Malik Out of IPL 2025: আইপিএল ২০২৫ থেকে ছিটকে গেলেন উমরান মালিক
কলকাতাতে আসতে পারেন এলএম টেন (Leo Messi)
সপ্তাহ খানেক আগে মায়ামিতে মেসির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিশিষ্ট ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তখনই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য শুভেচ্ছা বার্তা সহ নিজের সই করা আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি উপহার হিসেবে দেন এলএম টেন। সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর হাতে মেসির (Leo Messi) পাঠানো এই বিশেষ উপহার তুলে দেন শতদ্রু দত্ত। সৌরভ নিজে আর্জেন্টাইন কিংবদন্তি মারাদোনার অন্ধ ভক্ত। মারাদোনা কলকাতা এসে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে সই করে সৌরভকে উপহার দিয়েছিলেন। এবার তাঁর উত্তরসূরির থেকেও বিশেষ উপহার পেলেন ক্রিকেটের মহারাজ।
আরও পড়ুন: WPL Final 2025: বোলিংয়েই বাজিমাত, এবার ঝুলনের দলই দিদিদের মাঠে নম্বর ১!
জানা গিয়েছে, শতদ্রু দত্ত মেসিকে (Leo Messi) দ্বিতীয়বার কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়েছেন। তার জন্য সবরকম চেষ্টা করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ফুটবল বিশ্বকাপের আগে আগামী বছরের গোড়াতেই দ্বিতীয়বারের জন্য কলকাতায় পা রাখতে পারেন লিও মেসি। এর আগে ২০১১ সালে যুবভারতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলতে কলকাতায় এসেছিলেন মেসি। আবারও ফুটবল ঈশ্বরের বরপুত্রের কলকাতায় আগমনের প্রহর গুনছেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে গোটা রাজ্যের ফুটবলপ্রেমীরা।