To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Aditi Singha
Contents
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উৎসবের আমেজে আপনার বাড়িরও তো সেজে ওঠার সাধ জাগে (lifestyle)। বাড়ির সাজের কথা ভাবলে খরচের কথাটাও মনের মধ্যে উঁকি দিয়ে যায়। শারদীয়া উপলক্ষে এমনিতেই ঘরদোর পরিষ্কার করে সাজিয়েগুছিয়ে নেয় বাঙালি। এবছর বরং বাড়ির ভোল বদলে তাকেও দিলেন উৎসব সাজ! কিন্তু একটু মাথা খাটালে কম খরচেও কিন্তু বদলে যেতে পারে আপনার বাড়ির চিরচেনা চেহারা। কী করে? তারই বরং সুলুকসন্ধান দেওয়া যাক।

অপ্রয়োজনীয় জিনিস সরান (lifestyle)
ঘর সাজানোর সবচেয়ে বড়ো ধাপ হল অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া।
- ভাঙা চেয়ার, পুরনো খেলনা, নষ্ট ইলেকট্রনিক্স বা ব্যবহার না হওয়া কাপড়—এগুলো জায়গা শুধু দখল করে রাখে।
- কাজের নয় এমন জিনিস অন্য কাউকে দিয়ে দিন বা রিসাইক্লিং-এ দিন।
- এতে ঘরে খোলামেলা পরিবেশ তৈরি হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন দেখাবে।

রঙের টানে নতুন সাজ (lifestyle)
- পুরো বাড়ি রঙ না করে চাইলে শুধু অ্যাকসেন্ট ওয়াল অর্থাৎ একটি দেওয়াল রঙ করুন।
- হালকা রঙ যেমন অফ-হোয়াইট, লাইট পিংক বা স্কাই ব্লু ছোট ঘরকে বড় দেখায়।
- আবার ফেস্টিভাল উপলক্ষ্যে গাঢ় রঙ যেমন ম্যারুন, টারকোয়িজ বা ইয়েলো একদম জমিয়ে দেবে।

দেয়ালে সুন্দর ফ্রেম রাখতে পারেন (lifestyle)
- ছোট ছোট পেইন্টিং, ওয়াল হ্যাংগিং বা ফ্রেম করা ছবি ঘরে শৈল্পিক ছোঁয়া আনে।
- সব ছবি গাদাগাদি করে না ঝোলানোই ভালো।
- চাইলে ফ্যামিলি ফটো দিয়ে একটি মেমরি কর্নার বানাতে পারেন।
পর্দার নতুনত্ব আনুন (lifestyle)
- হালকা রঙের ঘরে গাঢ় রঙের পর্দা লাগালে চমৎকার কনট্রাস্ট হবে।
- জুট, লিনেন বা কটনের রঙচঙে পর্দা ব্যবহার করতে পারেন।
- চাইলে ড্রাই স্টাইলে রঙিন পাটদড়ি বা কাপড়ের টুকরো দিয়ে তৈরি পর্দা ঝুলিয়ে নতুন লুক আনা যায়।
ইনডোর প্ল্যান্ট রাখুন (lifestyle)
- টবের গাছ ঘরে প্রাকৃতিক ছোঁয়া আনে।
- মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট বা পিস লিলি খুব জনপ্রিয় ও সহজে টিকে যায়।
- রঙিন টবে গাছ সাজালে ঘরে এনার্জি ও প্রাণশক্তি আসবে।
ফুলের ব্যবহার করুন (lifestyle)
- তাজা ফুল সবসময় মন ভালো করে দেয়।
- লিভিং রুমে বা ডাইনিং টেবিলে একগুচ্ছ ফুল রাখলেই সতেজতা আসবে।
- সময় না পেলে কৃত্রিম ফুল ব্যবহার করতে পারেন, তবে সাজাতে সৃজনশীলতার ছোঁয়া থাকতে হবে।
কার্পেট ও চাদর (lifestyle)
- বসার ঘরের তোষকে গাঢ় রঙের কভার দিয়ে তার উপর সুন্দর কুশন রাখুন।
- পুরনো কার্পেট বদলে নতুন ডিজাইনের কার্পেট বা ম্যাট পেতে পারেন।
- চাইলে পাটের আসনও ব্যবহার করা যায়, ফেস্টিভ লুক দেবে।
সুগন্ধি ও আলো দিয়ে সাজান (lifestyle)
- এয়ার ফ্রেশনার, সুগন্ধি মোমবাতি বা এসেনশিয়াল অয়েল ডিফিউজার ব্যবহার করুন।
- এতে শুধু গন্ধই নয়, ঘরে শান্তিময় পরিবেশও আসবে।
- চাইলে লাইটের অবস্থানও পাল্টে দিতে পারেন—ফেরি লাইট বা ছোট ল্যাম্প পুজোর আবহে একদম মানিয়ে যাবে।
আরও পড়ুন: Mutual Fund: দীর্ঘমেয়াদে চমকপ্রদ রিটার্ন! কোন মিউচুয়াল ফান্ড ভালো?
আসবাবের স্থান পরিবর্তন করুন
- নতুন কিছু কেনার দরকার নেই, শুধু পুরনো আসবাবের জায়গা পাল্টালেই ঘরের লুক পাল্টে যায়।
- সোফা বা আলমারি অন্যদিকে সরালে ঘর আরও খোলামেলা দেখাবে।
- এর সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করলে ঘরে বাড়তি সতেজতা আসবে।