Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন—ইউক্রেনকে ন্যাটোতে সদস্যপদ দেওয়া হবে না(Article 5 Of NATO)। তবে তাঁর বিশেষ দূত হাওয়ার্ড উইটকফ রবিবার জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক নিরাপত্তা নিশ্চয়তার রূপরেখায় আগ্রহ প্রকাশ করেছেন, যা ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর মতো কাজ করবে। অর্থাৎ, ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ হলে তা একাধিক রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ হিসেবে ধরা হবে এবং সম্মিলিত প্রতিরক্ষা নীতি কার্যকর হবে।
ওয়াশিংটনের ভূমিকা ‘বড় অগ্রগতি’ (Article 5 Of NATO)
সোমবারের বৈঠকের পর নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে ফক্স নিউজ-কে বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় ওয়াশিংটনের সরাসরি সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া একটি “বড় অগ্রগতি”(Article 5 Of NATO)। তবে তিনি সতর্ক করে দেন, কীভাবে এই গ্যারান্টি কার্যকর হবে, সে বিষয়ে আগামী কয়েকদিন ধরে বিস্তারিত আলোচনা হবে।
রুটে আরও জানিয়েছেন, বৈঠকে কোনও পর্যায়ে ইউরোপীয় বা মার্কিন সেনা মোতায়েনের প্রসঙ্গ ওঠেনি। তাঁর কথায়, “যদি যুদ্ধ শেষ হয়, তবে তা যেন স্থায়ী হয়—এ বিষয়ে আমরা সবাই একমত।”
Article 5 কী? (Article 5 Of NATO)
Article 5 অনুযায়ী, যদি ন্যাটোর কোনও সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ হয়, তবে সেটিকে সব সদস্যের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।
অর্থাৎ, এক দেশের নিরাপত্তা লঙ্ঘন মানে পুরো ন্যাটো জোটের নিরাপত্তা লঙ্ঘন।
কাগুজে গ্যারান্টি আর নয় (Article 5 Of NATO)
শিকাগো বিশ্ববিদ্যালয়ের হ্যারিস স্কুল অব পাবলিক পলিসির অধ্যাপক ও নির্বাসিত রুশ বিশ্লেষক কনস্টান্টিন সোনিন আল জাজিরাকে বলেছেন, ইউক্রেনের জন্য প্রকৃত নিরাপত্তা নিশ্চয়তা মানে ইউরোপীয় সেনাদের মাঠে মোতায়েন(Article 5 Of NATO)।
সোনিনের মতে, “এটি পুতিনের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাই ইউরোপীয় নেতাদের এখন মূল চ্যালেঞ্জ হল ট্রাম্পকে বোঝানো—যদি এমন শক্তিশালী নিশ্চয়তা না থাকে, তবে যুদ্ধ এখন থামলেও খুব শিগগির আবার শুরু হবে।”
তিনি স্মরণ করিয়ে দেন, ইউক্রেন অতীতে বহুবার লিখিত গ্যারান্টিতে ভরসা করেছে—কিন্তু তাতে কোনও কাজ হয়নি। ২০০৪ সালে পুতিন নিজে ইউক্রেনের সার্বভৌমত্ব ও সীমান্ত স্বীকার করে একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। তবু ২০১৪ সালে ক্রিমিয়া দখল এবং ২০২২ সালের পূর্ণাঙ্গ আক্রমণ তার স্পষ্ট প্রমাণ যে রাশিয়া এসব চুক্তি ভঙ্গ করতে দ্বিধা করেনি।

আরও পড়ুন : Trump Zelensky Meeting : ফেব্রুয়ারি থেকে অগাস্ট, ছয় মাসে আমূল পরিবর্তন জেলেনস্কির!
ভূখণ্ডের প্রশ্ন এখনও অনিশ্চিত (Article 5 Of NATO)
হোয়াইট হাউসের বৈঠকে ইউক্রেনকে সম্ভাব্য কতটুকু ভূখণ্ড ছাড় দিতে হতে পারে, সে বিষয়ে স্পষ্ট কোনও সিদ্ধান্ত হয়নি। কূটনৈতিক সূত্র বলছে, রাশিয়া-অধিকৃত অঞ্চলগুলির ভবিষ্যৎ নিয়েই মূল অচলাবস্থা রয়ে গেছে।
আরও পড়ুন : Mayanmar Election : গণতন্ত্র ফিরতে চলেছে মায়ানমারে! ডিসেম্বরেই হবে ভোট, ঘোষণা জুন্টার
সামনে কী? (Article 5 Of NATO)
- নিরাপত্তা গ্যারান্টি: ন্যাটোর (NATO) অনুরূপ প্রতিশ্রুতি কি কার্যকর কাঠামোয় রূপ নেবে, নাকি শুধু কাগজে সীমাবদ্ধ থাকবে?
- সেনা মোতায়েন: ইউরোপীয় দেশগুলি কি ট্রাম্পকে রাজি করাতে পারবে, যাতে মাঠপর্যায়ে কার্যকর সুরক্ষা ব্যবস্থা তৈরি হয়?
- ভূখণ্ড: ইউক্রেনকে কি কিছু অঞ্চল ছাড়তে হবে, নাকি সীমারেখা অপরিবর্তিত রেখে সমঝোতার চেষ্টা হবে?
কূটনৈতিক মহল বলছে, ট্রাম্পের মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি এলেও ইউক্রেনের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং বাস্তব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি(Article 5 Of NATO)। নইলে যুদ্ধবিরতির ঘোষণা যত দ্রুত আসুক, শান্তির স্থায়িত্ব ততটাই প্রশ্নের মুখে থাকবে।
অতীতে Article 5 এর ব্যবহার (Article 5 Of NATO)
ন্যাটোর ইতিহাসে মাত্র একবার Article 5 প্রয়োগ হয়েছে। সেটা হলো ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় সন্ত্রাসী হামলার পরে। তখন ন্যাটোর সব দেশ একসঙ্গে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়।
কেন গুরুত্বপূর্ণ? (Article 5 Of NATO)
Article 5 ন্যাটোকে একটি সমষ্টিগত প্রতিরক্ষা জোটে পরিণত করেছে। এটি শত্রু রাষ্ট্র বা আক্রমণকারীর জন্য একটি বড় ভীতি প্রদর্শন (deterrence)। সহজ ভাষায়,“একজনের উপর আঘাত মানে সবার উপর আঘাত।”