ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেসিকে (Lionel Messi) বল পায়ে এগিয়ে যেতে দেখেছেন এতদিন টিভিতে, এবার সামনে থেকে দেখার সুযোগ। স্বপ্নের জাদুকরকে একবার সামনে থেকে দেখার জন্য নিশ্চয়ই আপনিও মুখিয়ে আছেন? আসুন জেনে নেওয়া যাক কবে কখন মেসি শহরে আসছেন এবং টিকিট মূল্য।
সফর আপডেট (Lionel Messi)
কলকাতা শহরের খেলার প্রতি উন্মাদনা বরাবরই চোখে পড়ার মতো। ক্রিকেট হোক বা ফুটবল, আট হোক বা আশি, খেলা মানেই টিভির সামনে বসে পড়া। খেলার মাঠের উত্তেজনা তখন ছড়িয়ে পড়ে মাঠের বাইরে, সেই খেলাকে নিয়ে চলে আড্ডা, তর্ক।
পেলে হোক বা মারাদোনা যখনই তাঁরা কলকাতা এসেছেন শহরের মানুষের উন্মাদনা মন কেড়ে নিয়েছে সেই সকল তারকা ফুটবলারদের। এবার স্বপ্নের নায়ক মেসিকে আরও একবার চোখের সামনে দেখার সুযোগ এসেছে শহরের ফুটবল প্রিয় মানুষদের (Lionel Messi) । হ্যাঁ যদি সব ঠিক থাকে তবে এই বছরের ডিসেম্বরেই কলকাতা আসছেন মেসি।

বিশ্বকাপ, কোপা জেতার পর যেন অন্য এক মেসিকে দেখতে চলেছে মেসি ভক্তরা। যাঁকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মেসি ভক্তরা। এবার সেই স্বপ্ন পূরণ হতে পারে ডিসেম্বরেই। বিশ্বকাপ জেতা এমিলিয়ানো মার্টিনেজকে দেখতে ভিড় উপচে পড়েছিল শহরের বিভিন্ন জায়গায়। আর এবার আসছেন মেসি। ফলে উন্মাবনা যে আরও বাড়বে তা বলাই যায়।
আরও পড়ুন: Rajyog in August: অগাস্টের শুরুতেই দুটি রাজযোগ, কপাল খুলবে কাদের?
মুম্বই ও দিল্লিতে মেসিকে ঘিরে একাধিক অনুষ্ঠান হওয়ার কথা আছে (Lionel Messi)। এখনও পর্যন্ত যা খবর ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মেসি ভারতে থাকবেন। ইডেন গার্ডেন্সে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাও করবেন মেসির সাথে।
১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বইয়ে। সেখানে GOAT কনসার্টে অংশ নেবেন। এরপর ১৫ ডিসেম্বর দিল্লিতে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অংশ নেবেন GOAT কনসার্টে। কলকাতায় ফিরে ইডেনে আসবেন মেসি। জানা গিয়েছে, ১ ঘণ্টা ২০ মিনিট ইডেনে থাকবেন মেসি।
এখনও পর্যন্ত বিভিন্ন ব্লকের টিকিটের মূল্য সম্পূর্ণ নির্ধারিত হয় নি, সূত্রের খবর টিকিটের দাম সাড়ে তিন হাজার টাকা হতে পারে। তবে কোথা থেকে কবে টিকিট পাওয়া যাবে সেটা এখনও ঠিক জানা যায় নি।
২০১১ সালের সেপ্টেম্বর মাসে মেসি প্রথমবার ভারতে এসেছিলেন, খেলেছিলেন যুবভারতীতে (Lionel Messi)। তবে বৈধ টিকিট ছাড়া এই ইভেন্টে প্রবেশ করা যাবে না। কিন্তু টিকিট থাকলে হতে পারে আপনারও স্বপ্ন পূরণ।